‘ইত্যাদি’র অনুষ্ঠানে দর্শকদের হাতাহাতি, ২ ঘণ্টা বন্ধ থাকল শুটিং

ইত্যাদির অনুষ্ঠানস্থলে দর্শকদের হাতাহাতি এক পর্যায়ে চেয়ার ছোড়াছুড়িতে রূপ নেয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

অতিরিক্ত দর্শকের ভিড় ও তাদের মধ্যে হাতাহাতি ও চেয়ার ছোড়ছুড়িতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে রাজবাড়ী গ্রামে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'র শুটিং প্রায় দুই ঘণ্টা ব্যাহত হয়েছে।

রাণীশংকৈল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রকিউল হাসান শুক্রবার সকালে দ্য ডেইলি স্টারকে জানান, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় অনুষ্ঠানটি শুরু হওয়ার কথা ছিল। জেলার প্রাচীন প্রত্নতাত্ত্বিক স্থান রাজা টঙ্কনাথের রাজবাড়ী প্রাঙ্গণে আয়োজকরা স্থানীয় প্রশাসনের সহায়তায় প্রায় চার হাজার দর্শকের বসার ব্যবস্থা করেছিলেন।

সেই অনুযায়ী, আয়োজক ও জেলা প্রশাসন দর্শকদের আমন্ত্রণপত্র বিতরণ করে। কিন্তু দুপুর থেকেই হাজার হাজার মানুষ অনুষ্ঠানস্থলে জড়ো হতে শুরু করে। শুটিংয়ের সময় ঘনিয়ে এলে, আমন্ত্রিত নয় এমন হাজারো মানুষ ভেতরে ঢোকার চেষ্টা করে।

একপর্যায়ে অনিয়ন্ত্রিত জনস্রোত অনুষ্ঠানস্থলে প্রবেশ করলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে, উপস্থাপক হানিফ সংকেত দর্শকদের মাটিতে বসার অনুরোধ করেন।

এরপর সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ম্যাগাজিন অনুষ্ঠানের শুটিং শুরু হয়। কিন্তু কিছুক্ষণের মধ্যেই দর্শকদের মধ্যে হাতাহাতি শুরু হলে প্রায় আড়াই ঘণ্টা শুটিং বন্ধ থাকে। বেশিরভাগ দর্শক চলে যাওয়ার পর রাত প্রায় ১১টার দিকে সীমিত সংখ্যক দর্শক নিয়ে পুনরায় শুটিং শুরু হয় এবং রাত ১টার দিকে তা শেষ হয়।

ইউএনও জানান, এই ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রাজা টঙ্কনাথের রাজবাড়ীর প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য তুলে ধরা এবং প্রাচীন স্থানটি সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণের উদ্দেশ্যে ইত্যাদির শুটিংয়ের জন্য এই ভেন্যু নির্বাচন করা হয়েছিল।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অতিরিক্ত দর্শকের কারণে প্রায় দুই ঘণ্টা শুটিং ব্যাহত হলেও পরে শান্তিপূর্ণভাবে তা সম্পন্ন হয়েছে।

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago