ইত্যাদির ফেনী পর্বে শমী কায়সার

ইত্যাদি, শমী কায়সার, হানিফ সংকেত,
ইত্যাদির মঞ্চে হানিফ সংকেতের সঙ্গে শমী কায়সার। ছবি: সংগৃহীত

দেশকে জানতে এবং জানাতে প্রতিনিয়ত ইত্যাদি যাচ্ছে দেশের প্রত্যন্ত অঞ্চলে। এবারের ইত্যাদি ধারণ করা হবে ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের গৌরবোজ্জ্বল ইতিহাস সমৃদ্ধ ফেনী জেলায়।

ইতোমধ্যে মঞ্চ নির্মাণ করা হয়েছে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে। ইত্যাদি এই পর্বটি একযোগে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে আগামী ৩০ ডিসেম্বর রাত ৮টার বাংলা সংবাদের পর।

বরাবরের মতো এবারও ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন।

এবারের পর্বে আধুনিক ও ফোকের ফিউশনে একটি দ্বৈত সংগীত গেয়েছেন কণ্ঠশিল্পী পান্থ কানাই ও ডলি সায়ন্তনী। গানটি লিখেছেন কবির বকুল, সুর ও সংগীতায়োজন করেছেন আকাশ মাহমুদ।

ফেনী জেলাকে নিয়ে একটি পরিচিতিমূলক গানের সঙ্গে স্থানীয় প্রায় শতাধিক নৃত্যশিল্পীর নাচ থাকছে। গানটি  লিখেছেন মনিরুজ্জামান পলাশ, সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদি, কণ্ঠ দিয়েছে তানজিনা রুমা, পুলক ও রিয়াদ। নৃত্য পরিচালনা করেছেন মনিরুল ইসলাম মুকুল।

এ ছাড়া থাকছে কয়েকটি হৃদয় ছোঁয়া প্রতিবেদন। ফেনীর ইতিহাস, ঐতিহ্য, মুক্তিযুদ্ধ এবং কীর্তিমান ব্যক্তিদের ওপর তথ্যভিত্তিক প্রতিবেদন। থাকছে ফেনীর সীমান্তবর্তী মানুষের সুখ-দুঃখ, জীবনযাপনের ওপর একটি অনুসন্ধানী প্রতিবেদন। দর্শক পর্বে দর্শকদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন অভিনেত্রী ও ফেনীকন্যা শমী কায়সার। এই পর্বে হানিফ সংকেতের সঙ্গে আছে তার একটি ভিন্নরকম সাক্ষাৎকার। সঙ্গে থাকছে নিয়মিত সব আয়োজন।

Comments

The Daily Star  | English

Dengue cases see sharp rise in early July

Over 1,160 hospitalised in first 3 days, total cases cross 11,000

9h ago