কক্সবাজার সৈকতে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে গুলি করে হত্যা
কক্সবাজার সৈকতে খুলনা নগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভাইস প্রেসিডেন্ট গোলাম রাব্বানী টিপু দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।
সৈকতের সি গাল পয়েন্ট এলাকায় বৃহস্পতিবার দিবাগত রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে।
গোলাম রাব্বানী খুলনা সিটি করপোরেশনের চার নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। তিনি খুলনা শহরের দৌলতপুর এলাকার গোলাম আকবরের ছেলে।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস খান দ্য ডেইলি স্টারকে তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ঘটনার পরপরই পুলিশের একাধিক দল দুর্বৃত্তদের ধরতে অভিযান শুরু করেছে।'
অটোরিকশাচালক আব্দুস সালাম বাবু টিপুকে হাসপাতালে নিয়ে আসেন। তিনি জানান, সি গাল পয়েন্টের কাঠের সেতুর কাছে তিনি গুলির শব্দ শুনতে পান। তবে তিনি ঘটনাস্থলে কাউকে দেখতে পাননি। কেবল একজন ব্যক্তিকে পড়ে যেতে দেখেন।
'সঙ্গে সঙ্গে আহত ব্যক্তিকে অটোরিকশায় করে হাসপাতালে নিয়ে আসি,' বলেন বাবু।
পুলিশ জানায়, হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক ওই ব্যক্তিকে মৃত ঘোষণা করেন। নিহত ব্যক্তির পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তার পরিচয় জানা গেছে।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া মুখপাত্র) জসিম উদ্দিন চৌধুরী বলেন, 'সাবেক কাউন্সিলরকে হত্যা পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। কারণ কক্সবাজারে তার কোনো শত্রু থাকার কথা নয়।'
তিনি আরও জানান, এ বিষয়ে পুলিশের একাধিক দল ও গোয়েন্দা সংস্থা কাজ করছে।
Comments