এলো নতুন পোস্টার, ‘জংলি’র মুক্তি কবে

জংলির নতুন পোস্টার
জংলির নতুন পোস্টার

'চুপ ছিলাম দেখে ভাবিস না জংলি তোদের ভুলে গেছে। জংলি আসছে হুংকার নিয়ে।'

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে স্পেশাল অ্যানাউন্সমেন্ট পোস্টারের ক্যাপশনে এটাই লেখেন নায়ক সিয়াম আহমেদ, পরিচালক এমন রাহিম ও জংলি সিনেমার টিম। সিয়ামের অনুরাগীরা অপেক্ষায় ছিলেন ঘোষণার।

আজ দুপুর ৩টায় নতুন পোস্টার প্রকাশ করে এর ক্যাপশনে সিয়াম আহমেদ লেখেন, 'জঙ্গলে বাঘ ঘুরলে, খাইবে সব এক ঘাটে জল/শিকারি হইবো শিকার, বইবে নদীর রক্তজল/মহামারি যতই থাকুক, মাংসাশীরা খায় না ঘাস/দেখে না কাঁচা নাকি পোড়া, আর মানুষ নাকি ঘোড়া। জংলি আসছে এই ঈদ উল ফিতরে।'

আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে আগামী ঈদুল ফিতরে মুক্তির তালিকায় অফিসিয়ালি যুক্ত হলো সিনেমাটি।

সিয়াম বলেন, 'অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে তিনি নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যান। জংলি আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবু প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ, চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।'

'জংলি' সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি ও প্রার্থনা ফারদিন দীঘি। আরও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু। সিনেমার গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে মেহেদী হাসান ও কলকাতার সুকৃতি সাহা।

Comments

The Daily Star  | English

Drafting new constitution can take a long time: Asif Nazrul

He proposed that the next parliament can act as constitutional authority and amend the 1972 constitution until a new one is enacted

38m ago