জাজিরা থানা থেকে ওসির মরদেহ উদ্ধার, এসপির ধারণা আত্মহত্যা
শরীয়তপুরের জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মরদেহ উদ্ধার করা হয়েছে থানার ভেতর থেকে।
আজ বৃহস্পতিবার দুপুরে ওসির বিশ্রাম কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে।
জেলা পুলিশ সুপার নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তার মতে, 'প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ওসি আল-আমিন আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করা যাবে।'
পুলিশ জানায়, আল-আমিনের বাড়ি বরিশাল জেলার মুলাদী থানায়। তিনি গত ১৪ সেপ্টেম্বরে তিনি জাজিরা থানায় ওসি হিসেবে যোগ দেন।
থানা সূত্রে জানা গেছে, আজ সকাল ১১টা থেকে দুপুর ১টা ৮ মিনিটের মধ্যে যেকোনো সময় জাজিরা থানার নতুন ভবনের দ্বিতীয় তলায় ইনস্পেকশন বাংলোর (পদ্মা) কক্ষে ওসি আল-আমিনের মরদেহ জানালার গ্রিলের সঙ্গে গামছায় ঝুলে থাকতে দেখা যায়।
Comments