ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৬ জনের মৃত্যু
দক্ষিণ ভারতের অন্ধ্রপ্রদেশের তিরুপতিতে একটি মন্দিরে বুধবার রাতে পদদলিত হয়ে কমপক্ষে ছয় জন ভক্তের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও বহু মানুষ আহত হয়েছেন।
অন্ধ্রপ্রদেশে যেসব মন্দিরে সবচেয়ে বেশি ভক্তের সমাগম হয় সেই মন্দিরগুলোর দেখাশোনার দায়িত্বপ্রাপ্ত সরকারি সংস্থা তিরুমালা তিরুপতি দেবস্থানম (টিটিডি)-এর চেয়ারম্যান বি আর নাইডু জানিয়েছেন যে একটি মৃতদেহ শনাক্ত করা হয়েছে।
তিনি একটি নিউজ চ্যানেলকে বলেন, 'মন্দিরের গেট খোলার সাথে সাথেই সবাই সামনের দিকে ধাক্কাধাক্কি করে যার ফলে এই পদদলিত হওয়ার ঘটনা ঘটে। ছয় জন মারা যাওয়ার খবর পাওয়া গেছে।'
১০ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া ১০ দিনের বৈকুণ্ঠের বিশেষ অনুষ্ঠানের জন্য সারা দেশ থেকে শত শত ভক্ত এই মন্দিরে সমবেত হয়েছিলেন।
টিটিডি চেয়ারম্যানের মতে, মন্দির কর্তৃপক্ষের অব্যবস্থাপনার কারণে এই ঘটনা ঘটেছে এমন অভিযোগ ওঠার পর অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু মন্দিরের কর্মীদের ব্যাপারে অসন্তোষ প্রকাশ করেছেন।
Comments