দোহায় ট্রানজিট শেষে হিথ্রোর উদ্দেশে খালেদা জিয়া

বিমানবন্দরের উদ্দেশে রওনা হচ্ছেন খালেদা জিয়া। ছবি: দিপু মালাকার/স্টার
বিমানবন্দরের উদ্দেশে রওনা হচ্ছেন খালেদা জিয়া। ছবি: দিপু মালাকার/স্টার

কাতারের দোহায় যাত্রাবিরতির পর লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা দেয় এয়ার অ্যাম্বুলেন্সটি। দোহার হামাদ আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতির পর উড়োজাহাজটি এখন লন্ডনের উদ্দেশ্যে যাত্রার শেষ পর্যায়ে আছে বলে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ হোসেনের বরাত দিয়ে শায়রুল আরও জানান, যাত্রাবিরতির সময় কাতারে বাংলাদেশের রাষ্ট্রদূত নজরুল ইসলাম উড়োজাহাজে এসে খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন।

বিএনপি জানিয়েছে, হিথ্রো বিমানবন্দরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বেগম খালেদা জিয়াকে স্বাগত জানাবেন।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস, হৃদরোগ ও কিডনি সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন।

Comments