মেসি ও সুয়ারেজের সঙ্গে ‘অবিশ্বাস্য’ পুনর্মিলনের ইঙ্গিত দিলেন নেইমার

Neymar Lionel Messi and Luis Suarez
বার্সেলোনার হয়ে যখন খেলতেন মেসি-নেইমার-সুয়ারেজ। ফাইল ছবি।

আল-হিলালের সঙ্গে নেইমারের চুক্তি শেষের দিকে, এরপর ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের গন্তব্য কোথায়? সেটা হতে পারে যুক্তরাষ্ট্রে ইন্টার মিয়ামিতেও। যেখানে আছেন তার  বার্সেলোনা সতীর্থ লিওনেল মেসি এবং লুইস সুয়ারেজ।  এই দুজনের সঙ্গে পুনর্মিলনের সম্ভাবনা উড়িয়ে দেননি তিনি।

একসময় ফুটবলের সবচেয়ে ভয়ঙ্কর ত্রয়ী ছিলো নেইমার মেসি এবং সুয়ারেজের। যাদেরকে একসঙ্গে ডাকা হতো 'এমএসএন'। সেই ত্রয়ী ভেঙে ২০১৭ সালে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে প্যারিস সেন্ট জার্মেইতে পাড়ি দেন নেইমার। পরে তার সঙ্গে যোগ দিয়েছিলেন মেসিও। সুয়ারেজের সঙ্গে আর নেইমারের খেলা হয়নি।

মেসি পিএসজি ছেড়ে ইন্টার মিয়ামিতে পাড়ি দেওয়ার পর সুয়ারেজও সেখানে যোগ দেন। এবার সৌদি আরব ছেড়ে যুক্তরাষ্ট্রে নেইমারের যাওয়ার সম্ভাবনা এসেছে আলোচনায়।  নেইমার নিজে সিএনএনকে বলেছেন, 'মেসি এবং সুয়ারেজের সঙ্গে আবার খেলা অবশ্যই অবিশ্বাস্য হবে। তারা আমার বন্ধু, আমরা এখনও একে অপরের সাথে কথা বলি।'

চোট জর্জর ক্যারিয়ারে বারবার হোঁচট খাওয়া ব্রাজিলিয়ান ফরোয়ার্ড বলেন,  'এই ত্রয়ীকে পুনরুজ্জীবিত করা আকর্ষণীয় হবে। আমি আল-হিলালে খুশি, আমি সৌদি আরবে খুশি, কিন্তু কে জানে। ফুটবল অবাক করা ঘটনায় পূর্ণ।'

নেইমার ২০১৩ সালে পিএসজি থেকে প্রায় ৯০ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্থানান্তরিত হওয়ার পর থেকে আল-হিলালের হয়ে মাত্র সাতবার খেলেছেন, দীর্ঘ সময় ধরে চোটের কারণে ব্রাজিলিয়ানকে আপাতত খেলা থেকে সরিয়ে রাখা হয়েছে। তার চুক্তি জুন মাসে শেষ হচ্ছে।

তিনি পিএসজিতে ছয় মৌসুম কাটিয়েছেন যেখানে তিনি ১১৮ গোল করেছেন।  তবে ঘরোয়া লিগে অপরিসীম সাফল্য সত্ত্বেও, তিনি ফরাসি ক্লাবের হয়ে চ্যাম্পিয়ন্স লীগ জিততে ব্যর্থ হন। পরে সৌদি প্রো লীগে যোগ দিয়ে ক্যারিয়ারে ভিন্ন মোড় ঘোরান।

নেইমার আরও যোগ করে বলেছেন সৌদিতে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রে যাওয়ার সুযোগ ছিলো না,  'যখন খবর এলো যে আমি প্যারিস সেন্ট-জার্মেইন ছেড়ে যাচ্ছি, তখন যুক্তরাষ্ট্রে ট্রান্সফার উইন্ডো বন্ধ ছিল, তাই আমার এই বিকল্পটি ছিল না (২০২৩ সালে মিয়ামিতে যাওয়ার)।'

'তারা আমাকে (সৌদি আরবে) যে প্রস্তাব দিয়েছিল তা খুব ভালো ছিল, শুধু আমার জন্যই নয়, আমার পরিবারের জন্যও, তাই সৌদি আরবে যাওয়া সেরা বিকল্প ছিল।'

নেইমার ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। ৭৯ গোল করা ৩২ বছর বয়সী এই ফরোয়ার্ড বলেছেন তিনি ২০২৬ সালে বিশ্বকাপের গৌরব অর্জনের জন্য শেষ চেষ্টা করবেন, 'আমি চেষ্টা করব, আমি সেখানে (বিশ্বকাপজয়ীদের কাতারে) থাকতে চাই। জাতীয় দলে থাকার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব,"

যিনি ২০২৩ সালের অক্টোবরে একটি বাছাইপর্বে বাম হাঁটুর পূর্ববর্তী ক্রুসিয়েট লিগামেন্ট এবং মেনিস্কাস ছিঁড়ে যাওয়ার পর থেকে খেলেননি, 'আমি জানি এটি আমার শেষ বিশ্বকাপ হবে, আমার শেষ শট, আমার শেষ সুযোগ এবং আমি এতে খেলার জন্য যথাসাধ্য চেষ্টা করব।'

Comments