ফরিদপুরে ট্রেনের ধাক্কায় পুকুরে মাইক্রোবাস, নিহত ৫
ফরিদপুরে ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাস পুকুরে ছিটকে পড়ে পাঁচজন নিহত হয়েছেন।
আজ দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর সদর উপজেলার মুনসিবাজার এলাকায় একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান দ্য ডেইলি স্টারকে দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
নিহত হলেন-নারায়ণগঞ্জের ভুইয়াপাড়ার বাসিন্দা মামুন চৌধুরী ওরফে লিটন (৫০), তার স্ত্রী ফাহমিদা শারমীন মুন (৪০), ওই এলাকার মো. হাসিব জহিরের স্ত্রী সাজিয়া সাজু (৪৫), মো. সাইদ ভুইয়ার স্ত্রী আতিফা রহমান ভাইয়া (৩৬) ও নারায়ণগঞ্জের দড়ি মোল্লা কান্দার মো. আলমগীর হোসেনের স্ত্রী উম্মে তানসুমা রিনতু (৩০)।
প্রত্যক্ষদর্শীরা জানান, মাইক্রোবাসটি মুন্সিবাজারের দিকে যাচ্ছিল। রেললাইনে ওঠার সময় ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়। ট্রেন গাড়িটিকে সামনের দিকে প্রায় ১০০ গজ ঠেলে নিয়ে যায়। পরে রেললাইনের পাশে একটি পিলরে ধাক্কা খেয়ে গাড়িটি পূর্বদিকে নিচের খাদে পড়ে যায়।
খবর পেয়ে ফরিদপুর ফায়ার স্টেশন থেকে তিনটি ফায়ার ট্রাক ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে বলে জানান ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার নজরুল ইসলাম।
তিনি জানান, মাইক্রোবাসটি একটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেন এসে ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী মাইক্রোবাসটি পাশের একটি পুকুরে পড়ে যায়।
Comments