আবাসন সংকট: ঢাবি উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসনসহ সাত দফা দাবিতে উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান ধর্মঘট ও প্রতীকী অনশন পালন করছেন একদল শিক্ষার্থী।

আজ সোমবার সকাল থেকে ১২-১৩ শিক্ষার্থী এই কর্মসূচি পালন করছেন। তাদের দাবি, হলগুলো থেকে গণরুম বিলোপ করে ঢাকা বিশ্ববিদ্যালয়কে শতভাগ আবাসিক বিশ্ববিদ্যালয়ে পরিণত করতে হবে।

আন্দোলনকারী শিক্ষার্থীদের একজন ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী ইশরাত জাহান ইমু দ্য ডেইলি স্টারকে বলেন, আমাদের দাবি হলো গণরুম বিলুপ্ত করা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শতভাগ আবাসিক সুবিধা নিশ্চিত করা, অনাবাসিক ছাত্রীদের নিজ হল এবং অন্য হলগুলোতে প্রবেশে বাধা না দেওয়া, ক্যাম্পাস এলাকার ভেতরেই নতুন হল নির্মাণ করা এবং আবাসিক হলে এক সিটে দুই জনকে বরাদ্দ দেওয়ার প্রথা বিলোপ করা।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খানকে এসব দাবি সম্বলিত স্মারকলিপি দেওয়া হয়েছে বলেও জানান অবস্থান নেওয়া শিক্ষার্থীরা।

এক প্রেস বিজ্ঞপ্তিতে তারা বলেন, আবাসন সংকট সমাধানের ব্যাপারে উপাচার্য ও উপ-উপাচার্যের সঙ্গে তাদের আলোচনা হয়েছে। কিন্তু অধিকাংশ দাবি পূরণ করতে প্রশাসন অপারগতা প্রকাশ করেছে।

নতুন আবাসিক হল নির্মাণ না হওয়া পর্যন্ত ক্যাম্পাসের আশপাশে ভবন ভাড়া নিয়ে শিক্ষার্থীদের থাকার ব্যবস্থা করার ব্যাপারে তারা বলেন, তারা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সঙ্গে দেখা করে এই দাবি তুলেছিলেন। কিন্তু নতুন হল তৈরি হওয়ার আগ পর্যন্ত কোনো অস্থায়ী ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ করেন তিনি।

Comments

The Daily Star  | English

Man killed as oil tanker crashes into car showroom in Natun Bazar

The deceased, whose identity could not be confirmed, was approximately 25-26 years old, said police

39m ago