নাহিদ রানাকে নেটেও সামলাতে চান না হেলস

Alex Hales

এবার বিপিএলে বাংলাদেশের গতি তারকা নাহিদ রানার সঙ্গে রংপুর রাইডার্সে খেলছেন ইংলিশ বিস্ফোরক ব্যাটার আলেক্স হেলস। কাজেই ম্যাচে নাহিদের মুখোমুখি হওয়ার সুযোগ নেই তার। যদিও নেটে চাইলে খেলতে পারেন নাহিদের বল। কিন্তু হেলস বলছেন নাহিদের বল নেটেও সামলাতে চাইছেন না তিনি।

বিপিএলে প্রায় প্রতি বছরই খেলতে আসেন হেলস। রংপুরের হয়ে খেলেছেন আগেও। ২০১৮ সালে পুরো মৌসুমেই দলটির হয়ে মাতিয়েছিলেন তিনি। ৩৬ পেরুনো ব্যাটার আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছেন আরও আগে। ফ্র্যাঞ্চাইজি লিগ খেলে বেড়ালেও সেখানেও আছেন গোধূলি বেলায়, স্বাভাবিকভাবে আগের মতন রিফ্লেক্স নেই।

বিপিএলের সিলেট পর্বের আগে দ্য ডেইলি স্টারের সঙ্গে সাক্ষাতকারে হেলসের কাছে নাহিদকে নিয়ে জানতে চাওয়া হয়েছিলো। নাহিদের বল কি নেটে খেলছেন? প্রশ্ন করা হলে তার উত্তর, 'না না না, আমি তাকে নেটে সামলাচ্ছি না। সে আমার জন্য একটু বেশি গতিময় (হাসি)। আমি গত বছর খুলনা টাইগার্সে খেলার সময় তাকে নেটে খেলেছি। এখন আমি বুড়ো হয়ে গেছি, নেটে থ্রোয়ারদের বলই খেলি।' 

এবার রংপুরের হয়ে আরও তিন ম্যাচ খেলে হেলস চলে যাবেন আইএল টি-টোয়েন্টি খেলতে। ইংল্যান্ডের হয়ে ২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতা এই তারকা বাংলাদেশে খেলতে আসছেন সেই ২০১০ সাল থেকে।

এখানকার ক্রিকেটের বদলও তার চোখে পড়ছে, 'এখন বেশ কিছু ভালো বোলার দেখতে পাই। অনেক পেসার উঠে এসেছে। অনেক ব্যাটার আছে যারা ছক্কা মারতে পারে। আমার মনে হয় বাংলাদেশের টি-টোয়েন্টি ক্রিকেট ঠিক পথেই আছে।'

হেলসের পুরো সাক্ষাতকার পড়তে এখানে ক্লিক করুন।

Comments

The Daily Star  | English

‘We don’t have Aladdin’s lamp to suddenly lower commodity prices’

Commerce adviser says after meeting with Turkish trade minister

1h ago