বাংলাদেশের শীর্ষ ফুটবল লিগের ম্যাচে ৬ গোল করে রেকর্ড ছুঁলেন বোয়াটেং

ছবি: বাফুফে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে এক ম্যাচে ৬ গোলের কীর্তি গড়লেন স্যামুয়েল বোয়াটেং। রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটির ঘানাইয়ান ফরোয়ার্ড ছুঁয়ে ফেললেন ১৭ বছরের পুরনো রেকর্ডকে। দেশের পেশাদার ফুটবলের শীর্ষ প্রতিযোগিতার প্রথম আসরে মোহামেডান স্পোর্টিং ক্লাবের নোয়াচুকু পল করেছিলেন ডাবল হ্যাটট্রিক।

শনিবার মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে বিপিএলের ২০২৪-২৫ মৌসুমের ম্যাচে রহমতগঞ্জ ৬-১ গোলে বিধ্বস্ত করেছে ঢাকা ওয়ান্ডারার্সকে। দারুণ ছন্দে থাকা ক্লাবটির জয়ে সবগুলো গোল একাই করেন বোয়াটেং। তার আগে দেশের পেশাদার ফুটবলের সর্বোচ্চ স্তরে ডাবল হ্যাটট্রিকের কীর্তি ছিল কেবল একজনের। ২০০৬-০৭ মৌসুমের রহমতগঞ্জেরই বিপক্ষে মোহামেডানের ৭-১ গোলের বিশাল জয়ে ছয়বার লক্ষ্যভেদ করেছিলেন নাইজেরিয়ান ফরোয়ার্ড পল।

প্রথমার্ধেই হ্যাটট্রিক পূরণ করে ফেলেন বোয়াটেং। ২৩তম, ৩৭তম ও ৪৪তম মিনিটে জাল খুঁজে নেন তিনি। দ্বিতীয়ার্ধে আরও তিনবার নিশানা ভেদ করেন ২৭ বছর বয়সী ফুটবলার। তিনি গোল করেন ৬৩তম, ৬৬তম ও ৭০তম মিনিটে।

এবারের ঘরোয়া মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তৃতীয় ম্যাচে প্রতিপক্ষের জালে ছয়বার বল পাঠাল রহমতগঞ্জ। আগের দুই ম্যাচে তারা গোল উৎসব করেছিল ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাবের বিপক্ষে। গত ২৪ ডিসেম্বর ফেডারেশন কাপের গ্রুপ পর্বে ৬-০ গোলে জেতার চারদিন পর তারা বিপিএলে ৬-১ গোলে শেষ হাসি হেসেছিল।

ছয় ম্যাচে পঞ্চম জয়ে ১৫ পয়েন্ট নিয়ে বিপিএলের পয়েন্ট তালিকার দুইয়ে অবস্থান করছে রহমতগঞ্জ। তাদের ওপরে আছে কেবল মোহামেডান। শীর্ষে থাকা ঐতিহ্যবাহী ক্লাবটি এদিন ময়মনসিংহের রফিকউদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে তলানিতে থাকা চট্টগ্রাম আবাহনীকে। ছয় ম্যাচের সবকটিতে জেতায় সাদা-কালোদের অর্জন পূর্ণ ১৮ পয়েন্ট।

১০ দলের লিগে চট্টগ্রাম আবাহনী ছয় ম্যাচ খেলে এখনও কোনো পয়েন্ট পায়নি। সমান ম্যাচে ওয়ান্ডারার্সের পয়েন্ট ৪। তারা আছে পয়েন্ট তালিকার আট নম্বরে।

Comments

The Daily Star  | English

India’s white-ball tour of Bangladesh deferred to September 2026

The Bangladesh Cricket Board (BCB) on Saturday confirmed that India’s white-ball tour of Bangladesh, originally scheduled for next month, has been postponed to September 2026.

1h ago