ভিনিসিউসের লাল কার্ড, বেলিংহামের পেনাল্টি মিসের ম্যাচ জিতে শীর্ষে রিয়াল

Jude Bellingham

জুড বেলিংহাম পেনাল্টি মিস করলেন পেনাল্টি, ম্যাচের শেষ দিকে লাল কার্ড পেলেন ভিনিসিউস জুনিয়র। তবু ভ্যালেন্সিয়ার বিপক্ষে পা হড়কায়নি রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষের মাঠে প্রত্যাশিত জয়ে স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

শুক্রবার রাতে ১০ জনের দল নিয়ে ২-১ গোলে জিতেছে রিয়াল। যাতে ১৯ ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। অ্যাটলেটিকো মাদ্রিদ এক ম্যাচ কম খেলে দুই পয়েন্ট পিছিয়ে আছে। বার্সেলোনা থেকে রিয়াল এগিয়ে আছে পাঁচ পয়েন্টে।

একটি উত্তেজনাপূর্ণ লড়াইয়ে প্রথমার্ধে হুরো দুরো স্বাগতিকদের এগিয়ে নিয়ে যান। তার ২৭ মিনিটের ওই গোল ধরেই ম্যাচ শেষ করার দিকে ছিলো ভ্যালেন্সিয়া। কারণ দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি মিস করেন বেলিংহ্যাম।  ৭৯ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষককে আঘাত করে ভিনিসিউস লাল কার্ড দেখলে হারের শঙ্কায় পড়ে রিয়াল।

তবে ৮৫ মিনিটে অভিজ্ঞ লুকা মদ্রিচ আনেন সমতা। এরপর যোগ করা সময়ে পেনাল্টি মিসের ভুল শুধরে গোল করেন বেলিংহ্যাম। দারুণ এক জয় পায় রিয়াল। মদ্রিচের গোলের উৎসও ছিলেন বেলিংহ্যাম। বদলি নামা ক্রোয়েট মিডফিল্ডারকে দারুণ পাস দেন তিনি। বেলিংহ্যামের পাস ধরে গোলরক্ষকে পরাস্ত করতে ভুল করেননি মদ্রিচ।

৯০ মিনিট পেরিয়ে যাওয়ার পর যোগ করা সময়ে প্রতিপক্ষের ডিফেন্ডারের ভুলে সুযোগ পান বেলিংহ্যাম। সেটা কাজে লাগিয়ে ঘটনাবহুল ম্যাচে দলকে পাইয়ে দেন কাঙ্খিত জয়।

Comments

The Daily Star  | English

Mob actions will be handled with an iron hand from now on: Mahfuj

Says 'From now on, we will firmly confront so-called movements and mob demonstrations'

15m ago