দক্ষিণ কোরিয়ায় উড়োজাহাজ দুর্ঘটনা

‘ডানায় পাখি আটকে আছে’- পরিবারকে পাঠানো শেষ বার্তায় এক আরোহী

দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজে তখনো জ্বলছিল আগুন। ছবি: এএফপি
দক্ষিণ কোরিয়ায় বিধ্বস্ত উড়োজাহাজে তখনো জ্বলছিল আগুন। ছবি: এএফপি

দক্ষিণ কোরিয়ার মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ দুর্ঘটনায় জেজু এয়ারের ফ্লাইটের ৮৫ আরোহী নিহত হয়েছেন। দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে এক আরোহী তার পরিবারের সদস্যের কাছে মোবাইলে মেসেজ পাঠান, যা  এই দুর্ঘটনার কারণ সম্পর্কে ধারণা দিয়েছে। 

আজ রোববার এই তথ্য জানিয়েছে দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম কোরিয়া হেরাল্ড।

স্থানীয় বাজেট এয়ারলাইন্স জেজু এয়ারের ৭সি ২২১৬ ফ্লাইটের এক যাত্রীর পরিবারের সদস্য দুর্ঘটনার কয়েক মুহূর্ত আগে তার কাছ থেকে একটি এসএমএস পান।

স্থানীয় সংবাদ মাধ্যম নিউজ ওয়ানকে ওই ব্যক্তি মেসেজটি সম্পর্কে জানান। আরোহী বলেন, 'ডানায় একটি পাখি আটকে আছে, আর আমরা ল্যান্ড করতে পারছি না। এটা এখনের ঘটনা। মারা যাওয়ার আগে আমি কি আমার শেষ কথাগুলো বলে যাব?'

স্থানীয় সময় সকাল ৯টায় এই মেসেজ পান ঐ যাত্রীর আত্মীয়। তিনি নিশ্চিত করেন, এই মেসেজ পাওয়ার পর তিনি আর ওই যাত্রীর সঙ্গে যোগাযোগ করতে পারেননি। উল্লেখিত যাত্রীর ভাগ্যে কি ঘটেছে, তা এখনো জানা যায়নি।

১৭৫ যাত্রী ছয় ক্রু সদস্যসহ দুর্ঘটনাকবলিত উড়োজাহাজের ৮৫ যাত্রীর মৃত্যু নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এখন পর্যন্ত মাত্র দুইজনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, বাকি ১৭৯ যাত্রীর সবাই নিহত হয়েছেন।

ঘটনাস্থলে বিশেষ উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে সিউলের একাধিক সরকারি সংস্থা।

Comments

The Daily Star  | English
challenges for police to regain public trust

Cops want own commission with sweeping powers

Independent body to end politicisation, nepotism, corruption

13h ago