‘সনিক দ্য হেজহগ ৩’ দেশে মুক্তি পাচ্ছে কাল

সনিক দ্য হেজহগ ৩ সিনেমাটি আগামীকাল শুক্রবার ২৭ ডিসেম্বর মুক্তি পেতে যাচ্ছে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে।

সেগার জনপ্রিয় ভিডিও গেম ফ্র্যাঞ্চাইজিকে ভিত্তি করে নির্মিত সিনেমা সনিক দ্য হেজহগ ৩। এটি সনিক চলচ্চিত্র সিরিজের তৃতীয় কিস্তি এবং সনিক দ্য হেজহগ ২ এর সিক্যুয়েল। প্রথম সিনেমার সফলতার পর সিক্যুয়েল হিসেবে ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয় হয়।

এবারের সিনেমাটিও পরিচালনা করেছেন আগের দুটি সিনেমার পরিচালক জেফ ফাউলার। সনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন বেন শোয়ার্টজ। এ ছাড়া নকলস দ্য ইচিডনার চরিত্রে ইদ্রিস আলবা, টেইলসের কণ্ঠে কলিন ও'শফনেসি এবং ডক্টর রোবটনিকের চরিত্রে কণ্ঠ দিয়েছেন জিম ক্যারি।

পূর্ববর্তী দুই সিনেমার সাফল্যের পথ ধরে এই সিনেমাটিও আশা জাগিয়েছে দর্শকদের মাঝে। প্রথম দুটি সিনেমা বক্স অফিসে দুর্দান্ত সাফল্য পায়, যা গেম-অ্যাডাপ্টেড সিনেমাগুলোর মান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।  

Comments

The Daily Star  | English

Army chief reaffirms Bangladesh’s commitment to UN peacekeeping

"As Bangladesh's senior-most peacekeeper, I feel proud and honoured to be here today"

24m ago