সেন্সর পেল ‘ডানকি’, কাল থেকে দেখা যাবে দেশের ৪৬ হলে
বিশ্বব্যাপী মুক্তি পেয়েছে শাহরুখ খান অভিনীত নতুন সিনেমা 'ডানকি'। আজ বৃহস্পতিবার রাতে সিনেমাটি বাংলাদেশে সেন্সর ছাড়পত্র পেয়েছে।
আগামীকাল শুক্রবার থেকে দেশের দর্শকরা দেখতে পাবেন সিনেমাটি।
'ডানকি' সিনেমার বাংলাদেশি পরিবেশক অ্যাকশন কাট এন্টারটেইনমেন্টের অনন্য মামুন দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'ডানকি' আনকাট সেন্সর পেয়েছে। আগামীকাল থেকে দেশের মাল্টিপ্লেক্স 'ডানকি' দেখা যাবে।
দেশের মোট ৪৬টি প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখা যাবে বলে জানান তিনি।
আজ বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও আজ মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। ঢাকার বসুন্ধরা স্টার সিনেপ্লেক্সে রাত ৯টা পর্যন্ত অনেক দর্শক অপেক্ষা করেছেন সিনেমাটি দেখার জন্য। পরে তাদের জানিয়ে দেওয়া হয় যে, আগামীকাল থেকে সিনেমাটি দেখা যাবে।
এর আগে, সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশে একইদিনে মুক্তি পেয়েছিল শাহরুখ খান অভিনীত 'জাওয়ান'।
রাজকুমার হিরানি পরিচালিত 'ডানকি' সিনেমায় শাহরুখ খান ছাড়াও অভিনয় করেছেন তাপসী পান্নু, ভিকি কৌশল, বোমান ইরানি, বিক্রম কোচ্চার, অনিল গ্রোভার প্রমুখ।
Comments