বক্সিং ডে টেস্টে বাড়তি স্পিনার নিয়ে নামার ভাবনায় ভারত

অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম তিন টেস্টে একজনের বেশি স্পিনার খেলানোর চিন্তাও করেনি ভারত। কারণ ম্যাচগুলো যেসব ভেন্যুতে হয়েছে সেখানে স্পিনারদের জন্য তেমন কিছু ছিলো না। তবে মেলবোর্নে ঐতিহ্যগতভাবেই স্পিনাররা কিছুটা সহায়তা পেয়ে থাকেন, সেই জায়গা থেকে ভারত অন্তত দুজন স্পিনার খেলানোর পথে যেতে পারে।

অস্ট্রেলিয়া তাদের একাদশ জানিয়ে দিয়েছে একদিন আগেই। দলটি তিন পেসারের সঙ্গে একাদশে রেখেছে অভিজ্ঞ অফ স্পিনার ন্যাথান লায়নকে। পেস অলরাউন্ডার হিসেবে আছেন মিচেল মার্শ। মারনাশ লাবুশানে আর স্টিভেন স্মিথ অনিয়মিত স্পিনার হিসেবে ব্যবহৃত হতে পারেন। তাদের একাদশে বড় খবর ১৯ পেরুনো তরুণ স্যাম কনস্টাসের অভিষেক। উসমান খাওয়াজার সঙ্গে তিনি ওপেন করবেন।

অজিরা একাদশ জানিয়ে দিলেও ভারত সে পথে বরাবরের মতনই হাঁটেনি, তারা শেষ মুহূর্ত পর্যন্ত কিছু হিসেব মেলানোর অপেক্ষায়। খেলোয়াড়দের ছন্দহীনতাও দলটিকে রেখেছে চিন্তায়।

ভারতের বোলিং আক্রমণে গত টেস্টে একমাত্র স্পিনার হিসেবে খেলেছিলেন রবীন্দ্র জাদেজা। তিনি মেলবোর্নেও থাকছেন নিশ্চিত। তার সঙ্গে আরেকজন স্পিনার রাখার আলোচনা চলছে। সেক্ষেত্রে পেস অলরাউন্ডার নিতিশ কুমার রেড্ডির বদলে বিবেচনায় থাকবেন অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর। নিতিশ রেড্ডি আবার পুরো সিরিজে ধারাবাহিক পারফর্মার, সেক্ষেত্রে শুভমান গিলকে বসিয়েও সুন্দরকে খেলানো হতে পারে।

একাদশের মতন কে কোথায় ব্যাট করবেন তা নিয়েও ভারতের আছে অনেক দ্বিধা। নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা প্রথম টেস্টে ছিলেন ছুটিতে। ওই টেস্টে লোকেশ রাহুল যশ্বসি জয়সওয়ালের সঙ্গে ভালো খেলায় দ্বিতীয় টেস্টে ফিরেও তিনি আর ওপেন করেননি, খেলেছেন মিডল অর্ডারে। সেখানে সাফল্য না পাওয়ায় রোহিত ওপেন করতে নামতে পারেন বলে ধারণা করা হচ্ছে, তবে এই ব্যাপারে প্রশ্নের জবাবে কোন মন্তব্য করেননি রোহিত।

পাঁচ ম্যাচের বোর্ডার-গাভাস্কার ট্রফিতে তিন টেস্ট শেষে এখনো ১-১ সমতা। মেলবোর্ন ও সিডনিতে শেষ দুই টেস্ট তাই সিরিজ নির্ধারণী।

বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে ভারত-অস্ট্রেলিয়ার চতুর্থ টেস্ট।

ভারতের সম্ভাব্য একাদশ: যশস্বী জয়সওয়াল, রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি, রিশভ পান্ত, শুবমান গিল, রবীন্দ্র জাদেজা, নিতিশ কুমার রেড্ডি/ওয়াশিংটন সুন্দর, জাসপ্রিট বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দীপ।

অস্ট্রেলিয়া একাদশ: উসমান খাওয়াজা, স্যাম কনস্টাস, মারনাশ লাবশানে, স্টিভেন স্মিথ, ট্রেভিস হেড, আলেক্স কেয়ারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ন্যাথান লায়ন, স্কট বোল্যান্ড।

Comments

The Daily Star  | English
FY26 Bangladesh budget subsidy allocation 2025-26

FY26 Budget: Subsidy spending to hold steady

The budget for fiscal 2025-26 is likely to be smaller than the current year’s outlay, but subsidy spending is expected to remain almost unchanged at Tk 1,15,741 crore.

9h ago