৬৭ আরোহী নিয়ে কাজাখস্তানে আজারবাইজানের উড়োজাহাজ বিধ্বস্ত

ছবি: সংগৃহীত

আজারবাইজান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ৬৭ আরোহী নিয়ে কাজাখস্তানে বিধ্বস্ত হয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

উড়োজাহাজটি কাজাখস্তানের আকতাউ শহরের কাছে নামার সময় এতে আগুন ধরে যায়। তবে সেই আগুন নিভিয়ে ফেলা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

এএফপি জানায়, উড়োজাহাজটি আজারবাইজানের রাজধানী বাকু থেকে রাশিয়ার গ্রোজনি শহরের উদ্দেশ্যে যাত্রা করেছিল বলে জানিয়েছে কাজাখ পরিবহন মন্ত্রণালয়।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে কাজাখ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বাকু-গ্রোজনি রুটে চলা একটি উড়োজাহাজ দক্ষিণ-পশ্চিম কাজাখস্তানের শহর আকতাউয়ের কাছে বিধ্বস্ত হয়েছে। 

আজারবাইজান এয়ারলাইন্স জানিয়েছে, তাদের এমব্রায়ার ১৯০ মডেলের একটি উড়োজাহাজ ক্যাস্পিয়ান সাগরের পূর্ব উপকূলবর্তী শহর আকতাউ থেকে প্রায় তিন কিলোমিটার দূরে 'জরুরি অবতরণ করেছে'।

কাজাখ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, বিমানে ৬২ জন যাত্রী ও পাঁচজন ক্রু ছিলেন।

স্থানীয় স্বাস্থ্য কর্মকর্তাদের বরাত দিয়ে এএফপি জানায়, বিমান বিধ্বস্তের ঘটনায় ১৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে পাঁচজন আইসিইউতে রয়েছেন।

এই ঘটনায় হতাহতের সংখ্যা এখনো নির্ধারণ করা সম্ভব হয়নি।

Comments

The Daily Star  | English

Grameen Bank ownership, board to see major changes 

The plan has been outlined in the draft of a new ordinance

2h ago