বড়দিনে ইউক্রেনে বড় আকারে ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া

রুশ ড্রোন হামলায় খারকিভের এই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। ফাইল ছবি: এএফপি
রুশ ড্রোন হামলায় খারকিভের এই ভবনটি ক্ষতিগ্রস্ত হয়। ফাইল ছবি: এএফপি

ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর খারকিভে বড়দিনের সকালে 'বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা' হয়েছে বলে দাবি করেছেন শহরের মেয়র ইগর তেরেখভ।

আজ বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তেরেখভ লিখেন, 'খারকিভ বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হয়েছে। শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

'এখনও শহরের দিকে ধেয়ে আসছে ব্যালিসটিক ক্ষেপণাস্ত্র', যোগ করেন তিনি। 

আঞ্চলিক গভর্নর দাবি করেছেন, তার হিসেব মতে রাশিয়া অন্তত সাতটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে খারকিভে। হতাহতের সংখ্যা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দাবি করা হয়েছে, বুধবার দিনের প্রথমভাগে ৫৯টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে রুশ বাহিনী। এদিকে ইউক্রেনীয় বিমান বাহিনীর দাবি, কৃষ্ণ সাগর থেকে কালিবর ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। তবে তা কোথায় আঘাত হেনেছে তা জানানো হয়নি।

সম্প্রতি পূর্ব ইউক্রেনে অভিযানের মাত্রা বাড়িয়েছে রাশিয়া। বিশ্লেষকরা বলছেন, জানুয়ারিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাগ্রহণের আগে মস্কো যতবেশি সম্ভব ইউক্রেনীয় ভূখণ্ড দখল করতে চাচ্ছে।

ক্ষমতা গ্রহণের সঙ্গে সঙ্গে এই যুদ্ধ থামিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। তবে তিনি এখনো কোনো যুদ্ধবিরতি বা শান্তিচুক্তির শর্ত প্রস্তাব করেননি।

রুশ সামরিক বাহিনী থেকে দাবি করা হয়েছে, এ বছর ১৯০টিরও বেশি ইউক্রেনীয় বসতি দখল করেছে তারা। অপরদিকে, জনবল এবং গোলাবারুদের সংকটের মাঝে যুদ্ধ পরিচালনা করতে হিমশিম খাচ্ছে কিয়েভ।

Comments

The Daily Star  | English
Tariffs

Economic lessons from the tariff war

Our understanding of tariffs might not be complete.

9h ago