শ্রীপুরের পোশাক কারখানা থেকে দগ্ধ আরও এক মরদেহ উদ্ধার

অগ্নিকাণ্ড, গাজীপুর, শ্রীপুর, ফায়ার সার্ভিস,
আগুনের শিখা ছড়িয়ে পড়ায় কারখানার চারপাশের মানুষ আতঙ্কিত হয়ে পড়েন। ছবি: সংগৃহীত

গাজীপুরের শ্রীপুরে আগুন লাগা পোশাক কারখানাটি থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

আজ রোববার রাত সাড়ে ৮টার দিকে দক্ষিণ ভাংনাহাটি গ্ৰামের এমএন্ডইউ ট্রিমস লিমিটেড কারখানার আগুনের ধ্বংসস্তূপ থেকে মরদেহটি উদ্ধার হয়।

শ্রীপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ মাহমুদুল হাসান বিষয়টি দ্য ডেইলি স্টারকে নিশ্চিত করেছেন।

এমএন্ডইউ ট্রিমস লিমিটেড কারখানাটির উৎপাদন ব্যবস্থাপক আবদুর রহমানের বলেন, 'নিহত ব্যক্তিরা পেশায় রঙমিস্ত্রি। তারা কারখানার ভেতরে রংয়ের কাজ করছিলেন। খাবারের বিরতির সময় দুপুরে কারখানায় প্রায় সবাই বাইরে ছিলেন। সেই সময় কেমিক্যাল গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে। তবে কারখানার ভেতর রঙমিস্ত্রিরা কাজ করছিলেন। আগুন লাগার পর কেমিক্যালভর্তি কয়েকটি ড্রাম বিস্ফোরিত হয়।'

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, কারখানায় আগুন লাগার খবর পেয়ে দ্রুত উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছেন তারা। এখন পর্যন্ত দুইজনের মরদেহ উদ্ধার হয়েছে। অনুসন্ধান অব্যাহত রয়েছে।

আজ দুপুর দেড়টার দিকে লাগা আগুন ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টায় বিকেল ৪টায় নিয়ন্ত্রণে আসে। বিকেলে কারখানা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়।

Comments

The Daily Star  | English

Beximco workers' protest turns violent in Gazipur

Demonstrators set fire to Grameen Fabrics factory, vehicles, vandalise property

1h ago