কলকাতায় প্রথম সিনেমাতে প্রশংসিত অপূর্ব

কলকাতা, জিয়াউল ফারুক অপূর্ব,
‘চালচিত্র’ সিনেমাতে অপূর্বর লুক। ছবি: সংগৃহীত

কলকাতায় মুক্তি পেয়েছে বাংলাদেশি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত প্রথম সিনেমা 'চালচিত্র'। সিনেমাটি মুক্তির পর দর্শকদের প্রশংসায় ভাসছেন অপূর্ব।

গত ২০ ডিসেম্বর মুক্তি পাওয়া 'চালচিত্র' পরিচালনা করেছেন প্রতিম ডি গুপ্ত। সিনেমাটি নিয়ে আনন্দবাজার পত্রিকা লিখেছে, 'এই ছবির 'ইউএসপি' বেশ খানিকটা জিয়াউল ফারুক অপূর্বের হাতে। বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেতার এ পার বাংলার অনুরাগীর সংখ্যা বেশ চোখে পড়ার মতো। টলিউডে এটি তার প্রথম ছবি। আর প্রথম ছবিতেই তিনি বেশ বুঝিয়ে দিয়েছেন, তার অভিনয় আর উপস্থিতির জোর কতটা।'

অন্য সময় প্রাইমকে সিনেমাটির পরিচালক প্রতিম ডি গুপ্ত বলেন, 'অপূর্বর মধ্যে শাহরুখের একটা চার্ম আছে। আর তাই অতি নাটকীয়ভাবে তাকে ব্যবহার করতে চেয়েছি। আগে ওর অনেক নাটক আমি দেখেছি। সেগুলো দেখেই মনে হয়েছে, ওর মধ্যে শাহরুখের যে চার্মটা আছে, সেটাই ধরতে হবে।'

অপূর্ব বলেন, 'চালচিত্র' করতে রাজি হয়েছিলেন গল্পে মুগ্ধ হয়ে।

তার ভাষ্য, 'ভিন্ন ধাঁচের এই গল্পটা এত চমৎকার যে, লোভ সামলাতে পারিনি। শুধু গল্প না, চরিত্রটাও বেশ ইন্টারেস্টিং, যেটা আমাকে আরও বেশি টেনেছে। দারুণ টিমের সঙ্গে কাজ হয়েছে। এ ধরনের একটি বড় কাজে যুক্ত হতে পেরে আমি খুশি। দর্শকের মন জয় করার সর্বোচ্চ চেষ্টা ছিল আমার।'

'চালচিত্র' সিনেমার গল্প কলকাতা শহরকে কেন্দ্র করে। পূজার আগে শহরে একের পর এক মেয়ে খুন হচ্ছে। কলকাতা পুলিশের গোয়েন্দা শাখার একদল অফিসার সিরিয়াল কিলিংয়ের তদন্তে নামে। রহস্য উদঘাটনে সাহায্যের হাত বাড়িয়ে দেন রহস্যময় এক পুরুষ। এ চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব।

'চালচিত্র' সিনেমায় আরও অভিনয় করেছেন- টোটা রায় চৌধুরী, শান্তনু মহেশ্বরী, রাইমা সেন, অনির্বাণ চক্রবর্তী, প্রিয়া ব্যানার্জি, স্বস্তিকা দত্ত, ইন্দ্রজিৎ বোস, অনিন্দিতা বোস ও ব্রাত্য বসু।

গত ২০ ডিসেম্বর অপূর্ব অভিনীত 'চালচিত্র' সিনেমা ছাড়াও সঙ্গে মুক্তি পেয়েছে 'খাদান', 'সন্তান' ও '৫ নং স্বপ্নময় লেন' নামের সিনেমা।

Comments

The Daily Star  | English

Hasina’s ICT trial hears survivor’s account of being shot, denied treatment

Survivor claims Hasina ordered 'no release, no treatment' for injured protesters in court

52m ago