'৮ বছর সাফল্য পেয়েছি, বাজে ফলাফল ৪০-৪৫ দিনের'
সময়টা একেবারেই ভালো যাচ্ছে না পেপ গার্দিওলার। জিততেই যেন ভুলে গেছেন। তাতে চলছে নানা সমালোচনা। কিন্তু এই সমালোচনা যেন মানতে পারছেন না তিনি। অ্যানফিল্ডে লিভারপুলের কাছে হারের পর স্বাগতিক সমর্থকদের দুয়োর জবাবে আঙুল তুলে প্রিমিয়ার লিগে জেতা শিরোপা সংখ্যার কথা মনে করিয়ে দিয়েছিলেন। শুক্রবার সংবাদ সম্মেলনেও আগের আট বছরের সাফল্যের প্রসঙ্গ তুলে আনলেন তিনি।
কোচিং ক্যারিয়ারের শুরু থেকেই সাফল্যের বৃত্তেই ছিলেন গার্দিওলা। যেই ক্লাবেই যোগ দিয়েছেন, পেয়েছেন সাফল্য। সেখানে সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১১ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে তার দল ম্যানচেস্টার সিটি। হেরেছে আটটিতেই। এমন বাজে অবস্থায় এর আগে কখনোই পড়তে হয়নি। ফলে এমন তীব্র সমালোচনার মুখোমুখিও কখনো হননি।
সবমিলিয়ে বিষয়গুলো একেবারেই নতুন গার্দিওলার জন্য। কিন্তু এমন পরিস্থিতিতে আগেও পড়েছেন দাবি করে এই কোচ বললেন, 'আমি ভালো মুহূর্তগুলোর সঙ্গে বাঁচি এবং খারাপ মুহূর্তগুলোর সঙ্গেও বাঁচি। আমার কোচিং ক্যারিয়ারে এর আগেও খারাপ মুহূর্ত কাটিয়েছি, এবং আমরা সবসময়ই সবকিছুকে ঘুরিয়ে দিতে সক্ষম হয়েছি। এখন এটা একটু বেশি সময় নিচ্ছে। আমি এটা থেকে শিখছি।
'আমি ৪০ দিন খারাপ ফলাফল পেয়েছি, এটা সত্যি, বিশেষ করে যখন আপনি এটাকে গত আট বছরের সঙ্গে তুলনা করেন। এই সাফল্য এবং অবিশ্বাস্য ফলাফলের আট বছর হয়েছে, এবং এখন আমাদের ৪০-৪৫ বাজে দিন। যখন জিনিসগুলি ঠিকঠাক চলে, তখন আমরা আরও ভালো থাকি। এবং যখন সেগুলো না হয়, তখন আমাদের যা করতে হবে তার উপর আমরা আরও বেশি মনোযোগী হই,' যোগ করলেন গার্দিওলা।
জানা গেছে এই গ্রীষ্মে বেশ বড় অঙ্ক খরচ করে খেলোয়াড় কিনবে সিটি। সে বিষয়ে অবশ্য কোনো কথা বলতে রাজি হননি এই স্প্যানিশ, 'আমি যা চাই তা হলো আমার খেলোয়াড়রা ইনজুরি থেকে ফিরে আসুক। আমার ভাবনা স্কোয়াড সত্যিই ভালো। আমরা দীর্ঘ সময়ের জন্য দুইজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছি, কিন্তু আমি যা চাই তা হলো আমার খেলোয়াড়দের ফিরে আসা এবং জানুয়ারির পর গ্রীষ্মে, আমরা দেখব কী করতে হবে এবং দলের জন্য কোনটা ভালো।'
Comments