উপদেষ্টা হাসান আরিফ মারা গেছেন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও সাবেক অ্যাটর্নি জেনারেল হাসান আরিফ মারা গেছেন।

আজ শুক্রবার বিকেল ৩টায় রাজধানীর একটি হাসপাতালে তিনি মারা যান।

তার চেম্বারের জুনিয়র এবং আইসিটি প্রসিকিউটর আবদুল্লাহ আল নোমান দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

উপদেষ্টার ছেলে মুয়াজ আরিফও সাংবাদিকদের কাছে মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। 

ঊপদেস্টা হাসান আরিফের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। 

মিশর থেকে দুবাই হয়ে আজ বিকেলে ঢাকায় নামার পরপর ড. ইউনূস উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর খবর পান। তাৎক্ষণিকভাবে তিনি বিমানবন্দর থেকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে যান।

হাসান আরিফ অন্তর্বর্তী সরকারের ভূমি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন।

বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন দ্য ডেইলি স্টারকে জানান, উপদেষ্টা হাসান আরিফ বিকেল ৩টার দিকে ল্যাবএইড হাসপাতালে মারা যান।

ল্যাবএইড স্পেশালাইজড হাসপাতালের মিডিয়া ম্যানেজার চৌধুরী মেহের-ই-খুদা ডেইলি স্টারকে বলেন, 'বিকেল ৩টার দিকে অসুস্থ অবস্থায় উপদেষ্টাকে হাসপাতালে আনা হয়। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন।'

'পরীক্ষা-নিরীক্ষার পর বিকেল ৩টা ৩৫ মিনিটে তাকে মৃত ঘোষণা করা হয়,' বলেন তিনি।

গত ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর হাসান আরিফকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়।

হাসান আরিফ ২০০১ সাল থেকে ২০০৫ সাল পর্যন্ত অ্যাটর্নি জেনারেল ছিলেন। তিনি ২০০৮ সালের তত্ত্বাবধায়ক সরকারের আইন উপদেষ্টা ছিলেন।

হাসান আরিফের প্রথম জানাজা আজ রাতে ধানমন্ডিতে, দ্বিতীয় জানাজা আগামীকাল সকাল ১১টায় হাইকোর্ট চত্বরে অনুষ্ঠিত হবে। তার মেয়ে বিদেশ থেকে ফিরলে দাফনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

Comments

The Daily Star  | English
Bangladesh exports to EU

RMG exports to EU rise by 2.99% in Jan-Nov

In the 11 months, Bangladesh shipped garments worth $18.15 billion, second highest after China

1h ago