৩ প্রকল্পের জন্য বিশ্বব্যাংকের ১.১৬ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ
বাংলাদেশের তিনটি প্রকল্পের জন্য এক দশমিক ১৬ বিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে বিশ্বব্যাংক।
প্রকল্প তিনটি স্বাস্থ্যসেবার উন্নয়ন, পানি ও স্যানিটেশন সেবা বৃদ্ধি এবং সবুজ ও জলবায়ু-সহনশীল উন্নয়ন সংশ্লিষ্ট।
আজ শুক্রবার এক বিবৃতিতে বিশ্বব্যাংক এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, ঋণের ৫০০ মিলিয়ন ডলার নতুন বাংলাদেশে সবুজ ও জলবায়ু-সহনশীল উন্নয়ন ঋণের আওতায়।
বিশ্বব্যাংক জানিয়েছে, এই তহবিল বাংলাদেশে বনায়ন ও জলবায়ু-সহনশীল উন্নয়নের রূপান্তরের জন্য প্রয়োজনীয় সংস্কারের কাজে ব্যবহার হবে।
বিবৃতিতে বলা হয়, এই অর্থায়ন বায়ু দূষণ হ্রাস, পরিবেশগত আইন প্রয়োগ উন্নত করা, কার্বন বাজারে প্রবেশাধিকার সম্প্রসারণ, টেকসই পানি ও স্যানিটেশন সেবা বৃদ্ধি, বাংলাদেশ ডেল্টা পরিকল্পনা ২১০০ এর দক্ষতা বৃদ্ধি এবং জলবায়ু-সহনশীল ও টেকসই পরিবেশকে এগিয়ে নিয়ে যাওয়ার নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে।
পাশাপাশি, বিশ্বব্যাংকের নির্বাহী বোর্ড স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা উন্নয়ন কর্মসূচির অধীনে ৩৭৯ মিলিয়ন ডলার ঋণ অনুমোদন করেছে। এই ঋণ সিলেট ও চট্টগ্রাম বিভাগে মানসম্পন্ন স্বাস্থ্য ও পুষ্টি সেবা উন্নত করতে এবং টেকসই স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তোলার কাজে লাগবে।
বিশ্বব্যাংক জানিয়েছে, এই ঋণ প্রায় ৫১ লাখ মানুষকে মানসম্পন্ন স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যা সংক্রান্ত সেবাদানে ব্যবহার হবে।
বাংলাদেশ ও ভুটানে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক বলেন, 'এই নতুন অর্থায়ন বাংলাদেশের জনগণের স্বাস্থ্য, পানি ও স্যানিটেশনের মতো প্রয়োজনীয় সেবা এবং জলবায়ু সহনশীল ও টেকসই উন্নয়নের ভিত্তি স্থাপন করবে।'
Comments