নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যে হতাশ বিএনপি: মির্জা ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণে সুনির্দিষ্ট তারিখ না থাকায় থাকায় হতাশ হয়েছে বিএনপি।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, 'আমরা আশা করেছিলাম, প্রধান উপদেষ্টা সুনির্দিষ্ট একটি সময়ের মধ্যে রোডম্যাপ দিবেন। এটা তিনি দেননি, যা আমাদেরকে হতাশ করেছে এবং জাতিকেও হতাশ করেছে।'
'ইতোমধ্যে নির্বাচন কমিশন গঠন হয়েছে, তাই নির্বাচন অনুষ্ঠানে বিলম্বের কোনো কারণ নেই। নির্বাচনকেন্দ্রিক সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন অনুষ্ঠিত করা সম্ভব। তাই এ ব্যাপারে প্রধান উপদেষ্টার কাছে সুস্পষ্ট বক্তব্য আশা করে বিএনপি।'
তিনি আরও বলেন, নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টার ভাষণের পর তার প্রেস সচিব যে বক্তব্য দিয়েছেন তা 'পরস্পর বিরোধী বক্তব্য'।
তার ভাষ্য, 'নির্বাচনের সময় নিয়ে প্রেস সচিব যে কথাটা বলেছেন এটাও সাংঘর্ষিক হয়ে গেছে। প্রধান উপদেষ্টা বলেছিলেন ২০২৫ সালের শেষের দিকে অথবা ২০২৬ সালের জানুয়ারির কথা। আর প্রেস সচিব বলেছেন ২০২৬ সালের জুন মাস নির্বাচন হতে পারে।'
তিনি বলেন, নির্বাচনের সময় নিয়ে প্রধান উপদেষ্টা ও প্রেস সচিবের বক্তব্য মানুষের মাঝে 'বিভ্রান্তি সৃষ্টি করবে'।
'এক্সাটলি আমরা বুঝতে পারছি না, এখানে কোনটি সঠিক বক্তব্য। বিষয়টি আমাদের যৌক্তিক মনে হয়নি, আমরা হতাশ হয়েছি,' বলেন তিনি।
এদিকে গতকাল স্থায়ী কমিটির সভায় নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, 'সভা মনে করে, রাজনৈতিক দল ও অন্যান্য অংশীজনের সঙ্গে আলোচনা মাধ্যমে নির্বাচনের একটি নির্দিষ্ট সময় নির্ধারণ করা উচিত।'
স্থায়ী কমিটির সভায় আলোচনা হয়েছে উল্লেখ করে বলেন, 'জাতির উদ্দেশ্যে দেওয়া প্রধান উপদেষ্টার নির্বাচন সংক্রান্ত ভাষণ একেবারেই অস্পষ্ট। তার বক্তব্যে নির্বাচনে সম্ভাব্য সময়ের কথা বলা হলেও, নির্বাচনের রোডম্যাপ নিয়ে সুনির্দিষ্ট বক্তব্য রাখা হয়নি।'
Comments