কক্সবাজারের পেকুয়ায় ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫
কক্সবাজারের পেকুয়া উপজেলায় ডাম্পার ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ পাঁচজন নিহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে পেকুয়ার এবিসি আঞ্চলিক সড়কের ধনিয়াকাটা এলাকায় দুঘটনাটি ঘটে।
পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সিরাজুল মোস্তফা জানান, ডাম্পার ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। নিহতরা অটোরিকশার যাত্রী।
তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় দুজন আহত হয়েছেন বলেও জানান ওসি।
Comments