শাকিবের ‘বরবাদ’ সিনেমার ফার্স্টলুক

'বরবাদ' সিনেমায় শাকিব খানের লুক। ছবি: সংগৃহীত

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খানের নতুন সিনেমা 'বরবাদ' এর শুটিং শুরু হয়েছিল গত ২০ অক্টোবর। সিনেমাটির বেশিরভাগ শুটিং মুম্বাইতে হয়।

২০২৫ সালের ঈদুল ফিতরে বাংলাদেশসহ বিশ্বব্যাপী মুক্তি পাবে সিনেমাটি। 

মেহেদী হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ' সিনেমার ফাস্টলুক মোশন পোস্টার প্রকাশ হয়েছে। আজ বুধবার দুপুরে রাজধানীর এক হোটেলে এক আয়োজনে পোস্টারটি প্রকাশ হয়। 

শাকিব খান বলেন, 'সিনেমাটি আমার সব ছবিকে ছাপিয়ে যাবে। একটা সময় বলেছিলাম, আমাদের দেশের সিনেমা আন্তর্জাতিকভাবে রিলিজ হবে হলিউড, বলিউডের সঙ্গে। এখন আমাদের সিনেমা বিশ্বের ৭টি মহাদেশে মুক্তি পায়। এর আগে প্রিয়তমার ভালোবাসা পেয়েছি, তুফানি করেছি। বরবাদ সবকিছুকে ছাড়িয়ে যাবে। সেদিন আর বেশি দূরে নয়, আমাদের ছবি ১০০-২০০ কোটির ক্লাবেও যাবে।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যা সিনহা মিম, সিয়াম আহমেদ, পূজা চেরি, শবনম ফারিয়া, দিঘীসহ অনেকেই। 

শাকিব খান ছাড়াও এই সিনেমায় আরও অভিনয় করেছেন ইধিকা পাল, যিশু সেনগুপ্ত, মানব সচদেব, মিশা সওদাগরসহ অনেকেই। 

এছাড়া, 'বরবাদ' সিনেমার একটি আইটেম গানে পারফর্ম করছেন কলকাতার নায়িকা নুসরাত জাহান। 

Comments

The Daily Star  | English
US tariffs impact on Bangladesh economy

Can Bangladesh ride out the wave of US tariffs?

Trump's announcement sent businesses scrambling. Orders froze. Buyers demanded discounts. Stock markets plummeted.

12h ago