তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৮.৮ ডিগ্রি 

ছবি: স্টার

উত্তরাঞ্চলে টানা ষষ্ঠ দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ বুধবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় দ্য ডেইলি স্টারকে জানান, গতকাল তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ৯.১ ডিগ্রি সেলসিয়াস।

তিনি বলেন, এ ধরনের আবহাওয়া আরও কয়েকদিন থাকার সম্ভাবনা আছে।

তবে উত্তরের অব্যাহত শীতল হাওয়ার মাঝেও প্রায় মেঘমুক্ত আকাশে কুয়াশা না থাকায় সকাল থেকে গত দুদিন ধরে ঝলমলে রোদের দেখা মেলায় জনমনে স্বস্তি দেখা দিয়েছে ।  

এই এলাকায় ঘরের বাইরে কর্মরত মানুষের সাথে কথা বলে জানা যায়, ঠান্ডা বাতাস বইলেও পর্যাপ্ত রোদের কারণে গত কয়েকদিনের তুলনায় আজ কাজকর্ম করতে তেমন একটা অসুবিধা হচ্ছে না।

ঠাকুরগাঁও শহরের রিকশাচালক আলী বলেন, ঠান্ডা থাকলেও সকাল থেকে সূর্যের তাপের কারণে বেলা বাড়ার সাথে সাথে কিছুটা স্বস্তি পাওয়া যাচ্ছে।    

অপর এক রিকশাচালক দীনেশ বর্মণ বলেন, এখন রোদের কারণে স্বস্তি মিললেও সকালে ও সূর্য ডোবার পর হাত-পা জমে যায়, বেশিক্ষণ আর রিকশা চালানো যায় না। 

এদিকে শীতজনিত অসুস্থতার প্রকোপ বেড়েছে। স্থানীয় হাসপাতাল ও ক্লিনিক গুলোতে রোগীর চাপ বেড়েছে । 

২৫০ শয্যা বিশিষ্ট ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিবুল আলম জানান, শ্বাসকষ্ট ও অন্যান্য শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। এদের মধ্যে শিশু ও বয়স্ক রোগীর সংখ্যা বেশি। 

Comments

The Daily Star  | English

Yunus lands in Chattogram for day-long visit

He landed at Shah Amanat International Airport at 9:22am

1h ago