কিশোরগঞ্জে কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষে নিহত ৫

কিশোরগঞ্জ, ভৈরব, ঢাকা-সিলেট মহাসড়ক, সড়ক দুর্ঘটনা,
ঢাকা-সিলেট মহাসড়কে জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরবে কাভার্ডভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন।

আজ সোমবার সকাল পৌনে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কে জগন্নাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কাভার্ডভ্যানের চালক পালিয়ে যান।

ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজু মিয়া দ্য ডেইলি স্টারকে এসব তথ্য জানান।

তিনি বলেন, 'অটোরিকশা ও কাভার্ডভ্যানের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। কাভার্ডভ্যান দুটি আটক করে থানায় নেওয়া হয়েছে।'

নিহত পাঁচজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- অটোরিকশাচালক শাহিন, আরেকজন যাত্রী রাজন। তাদের বাড়ি নরসিংদীর পিরিজকান্দি।

তবে বাকি তিন নারীর পরিচয় এখনো পাওয়া যাইনি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

8h ago