আজ তেঁতুলিয়ার তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস
বাংলাদেশের উত্তরাঞ্চলে টানা চতুর্থ দিনের মতো মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আজ সোমবার সকাল ৯টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী কর্মকর্তা জিতেন্দ্র নাথ জানান, রোববার তেঁতুলিয়ার তাপমাত্রা ছিল ৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস, শনিবার ৯ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং শুক্রবার ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েকদিন আবহাওয়া এ রকম থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
সাধারণত ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা হলে হালকা শৈত্যপ্রবাহ, ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস মাঝারি এবং ৬ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।
এদিকে তীব্র ঠাণ্ডায় কাজের জন্য বাইরে বের হতে পারছেন না নিম্ন আয়ের জনগোষ্ঠীর। ফলে তাদের আয় কমে গেছে।
ঠাকুরগাঁও শহরের একটি বাজারের নৈশপ্রহরী মো. সেলিম বলেন, ঠাণ্ডা আবহাওয়ার মধ্যে দায়িত্ব পালন করা কঠিন।
স্থানীয়রা জানান, একান্ত প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছেন না কেউ। কাজ করতে না পারায় তাদের দুর্ভোগ বেড়েছে।
এছাড়া ঠাণ্ডা আবহাওয়ার কারণে শীতজনিত অসুস্থতার প্রকোপ বেড়েছে।
ঠাকুরগাঁও আধুনিক হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রাকিবুল আলম জানান, শ্বাসকষ্ট ও অন্যান্য শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে।
Comments