ওস্তাদ জাকির হোসেন আইসিইউতে

ওস্তাদ জাকির হোসেন। ছবি: সংগৃহীত

হৃদরোগজনিত সমস্যার কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতের কিংবদন্তি তবলাবাদক জাকির হোসেনকে। 

বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে আজ রোববার একাধিক ভারতীয় সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

ওস্তাদ জাকির হোসেনের বন্ধু রাকেশ চৌরাসিয়া জানান, রোববার যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসকোর একটি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছে তাকে। 

৭৩ বছর বয়সী জাকির হোসেন বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। দীর্ঘদিন ধরে তিনি রক্তচাপের সমস্যায় ভুগছিলেন বলে জানা গেছে।

সূত্র জানায়, জাকির হোসেন গত এক সপ্তাহ ধরে সান ফ্রান্সিসকোর হাসপাতালে হৃদরোগজনিত সমস্যার জন্য ভর্তি আছেন।

রাকেশ চৌরাসিয়া বলেন, 'তিনি অসুস্থ এবং বর্তমানে আইসিইউতে ভর্তি আছেন। আমরা সবাই তার অবস্থা নিয়ে চিন্তিত।'জাকির হোসেনের জন্ম ভারতের মুম্বাইয়ে ১৯৫১ সালের ৯ মার্চ। জাকির হোসেনের বাবা ওস্তাদ আল্লারাখা খানও একজন প্রখ্যাত তবলাবাদক ছিলেন। জাকইর হোসেন শৈশব থেকেই তবলা বাজানোয় দক্ষতা অর্জন করেন।

ভারতীয় ক্লাসিক্যাল সংগীতের একজন পুরোধা হিসেবে বিবেচনা করা হয় জাকির হোসেনকে। ১৯ বছর বয়সে তিনি যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। পণ্ডিত রবিশঙ্করের সাহচর্যে ১৯৭০ সালে প্রথম যুক্তরাষ্ট্রের একটি সঙ্গীতানুষ্ঠানে অংশগ্রহণ করেন তিনি।

নিউইয়র্কে থাকা অবস্থায় ইংলিশ গিটারিস্ট জন ম্যাকলাফলিনকে নিয়ে ব্যান্ডদল 'শক্তি' প্রতিষ্ঠা করেন জাকির হোসেন। ভারত ও ভারতের বাইরে অনেক বিখ্যাত সংগীত শিল্পী ও মিউজিক গ্রুপের সঙ্গে কাজ করেছেন তিনি। যার মধ্যে রয়েছেন প্রখ্যাত আইরিশ গায়ক ভ্যান মরিসন ও ব্রিটিশ মিউজিক গ্রুপ 'লন্ডন স্ট্রিং কোয়ার্টলেট'।

Comments

The Daily Star  | English

Israel says truce with Hamas begins, after delay

During the delay, Gaza's civil defence agency said Israeli strikes killed eight people.

2h ago