২০২৫ সালের রং মোকা মুজ: আভিজাত্যে মোড়া বাদামি শেডে নিজেকে সাজাবেন যেভাবে

মোকা ম্যুজ

২০২৫ শুরু হতে আর বেশি বাকি নেই। এরই মধ্যে প্যানটোন ওই বছরের সেরা রং নির্বাচন করে ফেলেছে। আর সেটি হলো মোকা মুজ, যেটিকে বাংলায় কিছুটা মেটে ধাঁচের বলা যেতে পারে।

মোকা মুজ সম্পর্কে বলার আগে বলি প্যানটোন সম্পর্কে। এটি মূলত রং ম্যাচিং সিস্টেমের একটি মান, যা বিশ্বব্যাপী সমাদৃত। প্রতি বছর প্যানটোন সেই বছরের জন্য একটি রং নির্বাচন করে, এবার যেটি নির্কাচিত হয়েছে মোকা মুজ।

এটি আসলে বাদামির একটি শেড, যেটি একই সঙ্গে আরামদায়ক এবং অভিজাত। চমৎকার এই রং যেকোনো ঋতুতে পরা যায়, যেকোনো ধরনের পোশাক এই রং দিয়ে স্টাইলিং করা যায়। আপনি যদি নেইল আর্টের সঙ্গে মানানসই রঙের পোশাক চান তাহলে যেমন মোকা মুজকে বেছে নিতে পারেন, তেমনি এই রঙের ট্রেঞ্চ কোটও দারুণ দেখায়। অর্থাৎ আপনি যে ধরনের পোশাকই পরতে চান না কেন, মোকা মুজ আপনাকে নিরাশ করবে না।

আপনার নিত্যদিনের পোশাকে মোকা মুজকে অন্তর্ভুক্ত করতে প্রস্তুত তো? চলুন দেখে নিই পা থেকে মাথা পর্যন্ত মোকা মুজকে স্টাইলিং করার খুঁটিনাটি।

নখ: বাহুল্যবর্জিত নকশাই আরামদায়ক

নেইলপলিশে মোকা মুজ রংটি এখন দারুণ চলছে। বাদামি একহারা রংটি নখে এনে দেয় বাড়তি জেল্লা। গ্লসি বা ম্যাট যেকোনো ধরনের নেইলপলিশ পুরো হাতের চেহারা বদলে দেয়। বেশ পরিশীলিত লাগে দেখতে। আর আপনি যদি বাড়তি কিছু যোগ করতে জান তাহলে সফট বেইজ রং বা ধাতব সোনালি রং যুক্ত করে আধুনিকতার সঙ্গে মেলবন্ধন ঘটাতে পারেন।

পোশাক: যখন পশ্চিমা আভিজাত্য এসে পূর্বে মেলে

ফিউশনধর্মী পোশাকের জন্য সবচেয়ে ভালো রং হলো মোকা মুজ। এই রঙের একটি নরম সুতি শাড়ি অথবা মসলিনের কামিজের কথা কল্পনা করুন। মার্জিত আর আধুনিকতার মিশেল হবে চমৎকার। এর সঙ্গে যদি গয়না হিসেবে ঝুমকা বা স্টেটমেন্ট নেকলেস পরা যায়, তাহলে সাজটা আপনাকে ফিরিয়ে নিয়ে যাবে ঐতিহ্যের দিকে।

সাধারণ একটি ব্যস্ত দিনের জন্য মোকা মুজ রঙের ওয়াইড লেগ প্যান্টের সঙ্গে পরে ফেলতে পারেন সাদা রঙের সাধারণ একটি কুর্তি; ব্যস চমৎকার স্টাইল তৈরি হয়ে যাবে আপনার।

যারা পশ্চিমা পোশাকে স্বচ্ছন্দ্য তারা হাই-ওয়েস্টেড ট্রাউজার, ব্লেজার কিংবা ট্রেঞ্চ কোট হিসেবে মোকা মুজকে বেছে নিতে পারেন। এই রংটা বেইজ, কালো, এমনকি ডেনিমের সঙ্গেও দারুণ মানিয়ে যায়। নীল ডেনিম প্যান্ট আর সাদা টিশার্টের সঙ্গে মকা মুজ রঙের ব্লেজার পরেই দেখুন, কী দারুণভাবে মানিয়ে যায়। ব্রাঞ্চ ডেট কিংবা হুট করে বেরিয়ে পরার জন্য এটা আদর্শ পোশাক হতে পারে।

মেকআপ: অনায়াসে আকর্ষণীয়

সাধারণত যেসব ন্যুড রঙের আইশ্যাডো আপনি ব্যবহার করেন, তার বদলে মকা মুজ রঙের শ্যাডো ব্যবহার করে দেখুন। প্রতিদিনের ন্যাচারাল মেকআপ বা হালকা স্মোকি আই ক্রিয়েট করার জন্য বেইজ কালার হিসেবে এটা দারুণ। আর যদি ঠোঁটের কথা বলি, মোকা মুজ রঙের গ্লস আপনাকে ৯০ দশকের সেই বাদামি ঠোঁটের দিনে নিয়ে যাবে, যা এখনও সমান আকর্ষণীয়। খুব সাধারণ কিন্তু আভিজাত্যে ভরা এই রঙের লিপস্টিক আপনার সাজকে দেবে অন্য মাত্রা।

অনুষঙ্গ: চোখে লেগে থাকার মতো

এখন যে মোকা মুজের জোয়ার চলছে, তার সঙ্গে গা ভাসাতে সবচেয়ে সহজ বিষয় হলো পোশাকের সঙ্গে এই রঙের কোনো একটি অনুষঙ্গ যুক্ত করা। এই রঙের একটি হাতব্যাগ বা ক্রসবডি ব্যাগ খুব সহজেই পশ্চিমা বা দৈনন্দিন পোশাকের সঙ্গে মানিয়ে যাবে। আবার এই রঙের লোফার বা জুতোও ব্যস্ত সড়কে কিংবা অফিসে আপনাকে অন্যদের থেকে আলাদা করবে।

আর হ্যাঁ, মকা মুজ রঙের অনুষঙ্গ হিসেবে স্কার্ফের কথা ভুললে চলবে না। আপনার চুল কিংবা হ্যান্ডব্যাগের বেল্টের পাশে বেঁধে রাখা সিল্কের একটি স্কার্ফ পুরো লুকটাই বদলে দিতে পারে। আর এই লুকে আরও আভিজাত্য যোগ করবে সোনালি রঙের কোনো অলঙ্কার।

বাইরের পোশাক: বাংলাদেশের শীতে যোগ করুন উষ্ণতা

বাংলাদেশের শীত বেশ আরামদায়ক। এই শীতে উষ্ণতা যোগ করতে মূল পোশাকের ওপর পরে নিতে পারেন মোকা মুজ রঙের হালকা ওজনের ট্রেঞ্চ কোট বা লম্বা কার্ডিগান। চমৎকার এই শেইডটি শীতের নরম বিকেলে আপনার পোশাকে এক ধরনের আভিজাত্য নিয়ে আসবে। যা শাড়ি, কুর্তি বা জিনসের সঙ্গেও অনায়াসে মানিয়ে যায়। যেকোনো ধরনের পোশাকের সঙ্গে মিলে এটি ভিন্নধর্মী একটি স্টাইল তৈরি করে।

২০২৫ হোক আপনার সবচেয়ে স্টাইলিশ বছর

মোকা মুজ কেবল একটি রং নয়, এটি একটা আবহ। বাংলাদেশি ফ্যাশন জগতে এই রং নিয়ে আসে উষ্ণতা, নিউট্রাল রঙের ব্যবহারে উৎসাহ দেয় এবং পোশাক নির্বাচনে রঙের বিষয়টি পুনর্বিবেচনা করতে সাহায্য করে। ঐতিহ্যবাহী শাড়ি থেকে শুরু করে হালের মিলিমালিজম চর্চা পর্যন্ত, মোকা মুজ মানিয়ে যায় অনায়াসে। তো, মোকা মুজ রঙের পোশাক নিয়ে তৈরি হয়ে যান ২০২৫ সালে বছর জুড়ে চমক জাগানোর জন্য। সেজন্য যে আত্মবিশ্বাস প্রয়োজন, তা তো মোকা মুজ দেবেই আপনাকে।

অনুবাদ করেছেন শেখ সিরাজুম রশীদ

 

Comments

The Daily Star  | English

Thailand sees growing influx of patients from Bangladesh

Bangladeshi patients searching for better healthcare than that available at home are increasingly travelling to Thailand instead of India as the neighbouring country is limiting visa issuances for Bangladeshi nationals.

14h ago