বাংলাদেশকে উড়িয়ে ‘পরাবাস্তব’ অনুভূতিতে ভাসছেন আমির জাঙ্গু

Amir Jangoo

জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলতে নেমেই বাজিমাত করেছেন ত্রিনিদাদের ব্যাটার আমির অ্যান্থনি জাঙ্গু। ওয়েস্ট ইন্ডিজের হয়ে বাংলাদেশকে হারাতে অগ্রাসী ব্যাটে পেয়েছেন অসাধারণ সেঞ্চুরি। অভিষেকে দলের চাপে নেমে ম্যাচ জেতানো সেঞ্চুরি করে নায়ক হয়ে কেমন যেন ঘোরের মধ্যে আছেন বাঁহাতি ব্যাটার।

সেন্ট কিটসে বাংলাদেশকে ৪ উইকেটে হারাতে ৮৩ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেন জাঙ্গু। মেরেছেন ৬ চারের সঙ্গে ৪ ছক্কা। ম্যাচ সেরা হয়ে তিনি বলছেন,  'এটা পরাবাস্তব, অদ্ভুত এক অনুভূতি।'

জাঙ্গু যখন ব্যাট করতে নামেন ৩২২ রানের লক্ষ্যে তখন ৮৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ। সেই চাপ তিনি উড়িয়ে দেন কেসি কার্টির সঙ্গে মিলে। দুজন মিলে যোগ করেন ১৩২ রান। কার্টিও এই পথে করেছেন ৯৫ রানে। আরেক পাশে কার্টি থাকায় নিজের কাজটা সহজ হয়েছে বলে মনে করেন জাঙ্গু,  'সে (কার্টি) আমার ঘনিষ্ঠ বন্ধু, আমার জন্য কাজটা তাই সহজ হয়েছে। সে আমাকে বলেছে অভিষিক্তটা উপভোগ করতে, আমি সেটাই করে গেছি।'

অথচ ব্যাট করতে নামার আগে জাঙ্গুর প্রত্যাশার মাত্রা ছিলো সীমিত। স্নায়ু চাপ সামলে যেন রানের খাতা খুলতে পারেন এই চিন্তা ছিলো প্রথম। তবে মাথায় প্রধান কোচ ড্যারেন স্যামির পরিকল্পনা,  'আমি শুধু অভিষেকে শূন্য রানে আউট হতে চাইনি। আমাদের প্রধান কোচ একটা রাস্তা বাতলে দিয়েছিলেন, আমি সেই পরিকল্পনায় স্থির ছিলাম।'

ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করে ওয়েস্ট ইন্ডিজ দলে আসেন জাঙ্গু। প্রথম দুই ম্যাচে তার সুযোগ হয়নি। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ নিশ্চিত করে ফেলায় তৃতীয় ম্যাচে জাস্টিন গ্রেইভসকে বিশ্রাম দিয়ে খেলানো হয় তাকে। নেমেই উত্তাল ব্যাটিংয়ে ক্যারিবিয়ান ক্রিকেটে বড় তারকা হওয়ার আভাস দিয়ে দিলেন তিনি।

Comments