ডর্টমুন্ডে শিষ্যদের পারফরম্যান্সে গর্বিত বার্সেলোনা কোচ

দুই দুইবার এগিয়ে গিয়েও লিড ধরে রাখতে পারেনি বার্সেলোনা। এমন পরিস্থিতিতে অধিকাংশ সময়ই মোমেন্টাম হারিয়ে ফেলে দলগুলো। পরে গোল হজম করে উল্টো হারের রেকর্ডও অনেক। কিন্তু বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে শেষ পর্যন্ত নিজেদের নার্ভ ধরে রাখতে পেরেছে কাতালানরা। পরে আরও একটি গোলে জয়ও আদায় করে নেয়। শিষ্যদের এমন পারফরম্যান্সে দারুণ খুশি বার্সা কোচ হ্যান্সি ফ্লিক।

বুধবার রাতে ইদুনা পার্কে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ম্যাচে ডর্টমুন্ডকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়েছে বার্সেলোনা। সবগুলো গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। রাফিনিয়ার গোলে এগিয়ে গেলেও পাউ কুবারসির ভুলে পাওয়া পেনাল্টি থেকে গোল করে সমতা টানেন সেরহু গুরাসি। এরপর ১০ মিনিটের ব্যবধানে দুটি গোল আদায় করেন বদলি খেলোয়াড় ফেররান তোরেস। মাঝে অবশ্য গুরাসি ফের সমতায় ফিরিয়েছিলেন স্বাগতিকদের।

শীর্ষ আট নিশ্চিত না হলেও এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে জায়গা করে নিয়েছে বার্সেলোনা। ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্টি লুকাননি ফ্লিক। লা লিগায় সাম্প্রতিক সময়ের কঠিন পরিস্থিতিতে জয়ের পর প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, 'প্রথমার্ধটি দুর্দান্ত ছিল এবং দ্বিতীয়ার্ধে, যখন ডর্টমুন্ড গোল করেছিল, আমরা স্থিতিশীল ছিলাম। দলের কষ্ট করার ক্ষমতা রয়েছে, যদিও সম্ভবত এটি সঠিক শব্দ নয়। ডর্টমুন্ড খুব ভালো খেলেছে, তারা খুব উচ্চ গতিপূর্ণ খেলোয়াড় এবং আটকে রাখা কঠিন, কিন্তু আমরা ভালো করেছি।'

তবে ডর্টমুন্ডের গোলদুটিতেই রয়েছে বার্সার রক্ষণভাগের দায়। প্রথমটায় ডি-বক্সে গুরাসিকে অহেতুক ধাক্কা দিয়ে পেনাল্টি উপহার দেন কুবারসি। দ্বিতীয় গোলে গোলরক্ষক ইনাকি পিনা বক্স ছেড়ে বেরিয়ে গোলপোস্ট উন্মুক্ত করে দেন। এই জায়গায় নিজের উন্নতি করতে হবে বলে মনে করেন ফ্লিক, 'গোলগুলি কিছু ত্রুটির কারণে হয়েছে, আমরা সবসময় উন্নতি করতে পারি, তবে আমাকে অভিনন্দন জানাতে হবে দলকে কারণ তারা দুর্দান্ত খেলেছে।'

তবে ডর্টমুন্ডের বারবার ফিরে আসার পরও নিজেদের শান্ত রাখতে পারায় খেলোয়াড়দের মানসিকতায় বেজায় খুশি এই কোচ, 'আমি মনে করি, আমরা সত্যিই ভালো খেলেছি। প্রথমার্ধে বলের দখল রেখে আমরা শান্তভাবে খেলেছি, যেভাবে আমরা চেয়েছিলাম। এবং যখন আমরা পরিবর্তনগুলো করি তখন তারাও সমান তালে খেলেছে এবং আমরা দ্বিতীয় গোল করেছিলাম। আপনি দেখতে পাচ্ছেন যে দল নিজেকে বিশ্বাস করে।'

Comments

The Daily Star  | English

Chief Adviser suggests minimum voter age of 17

"If the majority of the people of the country like the age to be recommended by the Commission, I will accept it"

3h ago