ঢাকা সফর নিয়ে ভারতের এমপিদের ‘গুরুত্বপূর্ণ সব প্রশ্নের’ উত্তর দিলেন বিক্রম মিশ্রি

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। ছবি: সংগৃহীত

ঢাকা সফর নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত পার্লামেন্টারি স্থায়ী কমিটির সঙ্গে বৈঠক করেছেন দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি।

আজ বুধবার বিকেলে এ বৈঠকে পার্লামেন্ট সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন বিক্রম মিশ্রি।

সংসদীয় কমিটির প্রধান শশী থারুর গণমাধ্যমকে এ তথ্য জানান। তবে বৈঠকের বিস্তারিত উল্লেখ করেননি তিনি।

নয়াদিল্লিতে পার্লামেন্ট অ্যানেক্স ভবনে আড়াই ঘণ্টার বেশি সময় ধরে এ বৈঠক হয়।

বৈঠক শেষে শশী থারুর বলেন, 'পররাষ্ট্র সচিব মাত্রই সফর থেকে এলেন। তিনি সফর সম্পর্কে পুঙ্খানুপুঙ্খ ব্রিফিং করেছেন।'

'সফর নিয়ে গুরুত্বপূর্ণ যত প্রশ্ন কল্পনা করা সম্ভব এমপিরা জিজ্ঞাসা করেছেন। তাকে অনেক প্রশ্ন করা হয়েছে,' বলেন তিনি।

প্রায় ২১-২২ জন এমপি বৈঠকে উপস্থিত ছিলেন বলে জানান শশী থারুর। তিনি বলেন, 'পররাষ্ট্রসচিব অকপটে বিস্তারিতভাবে সব প্রশ্নের উত্তর দিয়েছেন।'

তিনি আরও বলেন, 'পার্লামেন্টারি কমিটি আজকের বৈঠকের বিষয়ে পার্লামেন্টে প্রতিবেদন দেবে। এটি অফিসিয়াল বিষয়।'

তবে বৈঠকে উপস্থিত তিরুবনন্তপুরমের এক কংগ্রেস সদস্য সাংবাদিকদের বলেন, 'আলোচনা অব্যাহত থাকবে এবং শুরুটা খুব ভালো হয়েছে।'

গত সোমবার ঢাকা সফরে আসেন ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি। সেদিন তিনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে ফরেন অফিস কনসালটেশনে ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। মিশ্রি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করেন।

গত আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর এটিই ছিল ভারতের কোনো কূটনীতিকের বাংলাদেশ সফর।

Comments

The Daily Star  | English

Elections entirely Bangladesh's internal matter: Shafiqul

'Wounds caused by crimes against humanity perpetrated by AL still fresh,' says CA's press secretary

1h ago