আগরতলা সীমান্ত অভিমুখে লংমার্চ: নয়াপল্টনে সমবেত যুব-স্বেচ্ছাসেবক-ছাত্রদল নেতাকর্মীরা
'ঢাকা টু আখাউড়া লংমার্চে' অংশ নিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হচ্ছেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। সেখানে চলছে সংক্ষিপ্ত সমাবেশ।
আজ বুধবার সকাল ৭টা থেকে তারা দলীয় কার্যালয়ের সামনে একত্রিত হতে শুরু করেন।
'ভারতীয় আগ্রাসন'র প্রতিবাদে এই লংমার্চ শুরু হওয়ার কথা রয়েছে সকাল ৯টায়।
লংমার্চ শুরুর আগে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতারা নয়াপল্টনে সংক্ষিপ্ত সমাবেশ করছেন।
ভারত বয়কটের ডাক দিয়ে নানা স্লোগান দিতে দিতে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সেখানে উপস্থিত হচ্ছেন।
লংমার্চের জন্য সেখানে প্রস্তুতি নেওয়া হচ্ছে এবং ওই এলাকায় উল্লেখযোগ্য সংখ্যক যানবাহন পার্কিং করতে দেখা গেছে।
'আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, কলকাতায় জাতীয় পতাকার অবমাননা এবং উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে' এই লংমার্চ আয়োজন করা হয়েছে।
Comments