আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস

জনগণকেও দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিতে হবে: ইফতেখারুজ্জামান

টিআইবির দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার ফল ঘোষণা, প্রদর্শনী চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত
টিআইবি

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, 'দুর্নীতি প্রতিরোধে শুধুমাত্র আইনের শাসন, দুর্নীতির দায়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক জবাবদিহি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতাই যথেষ্ট নয়, বরং  জনগণকেও দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অবস্থান গ্রহণ করতে হবে।'

তিনি আরও বলেন, 'দুর্জয় তারুণ্যের উদ্ভাবনী শক্তিতে দুর্নীতির বিরুদ্ধে তাদের প্রতিবাদ ও সচেতনতা গুরুত্বপূর্ণ। আর কার্টুন সেই প্রতিবাদের অন্যতম অনুসঙ্গ।'

আজ সোমবার বিকেলে টিআইবির ধানমন্ডি কার্যালয়ে বিভিন্ন বয়সী তরুণদের হাতে ও ডিজিটাল মাধ্যমে আঁকা কার্টুন-কমিক স্ট্রিপ প্রতিযোগিতার ফল ঘোষণা এবং প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দেশের তরুণদের মধ্যে দুর্নীতিবিরোধী বার্তা ছড়িয়ে দিতে টিআইবি এই প্রতিযোগিতার আয়োজন করে। পাশাপাশি ১৩ দিনব্যাপী প্রদর্শনী ও ভার্চুয়াল গ্যালারির উদ্বোধন করা হয়।

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিয়ে অতিথিরা প্রদর্শনীর উদ্বোধন করেন।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে সুইজারল্যান্ডের চার্জ দ্য অ্যাফেয়ারস কোরিন হেনচজ পিগনানি, বাংলাদেশে নেদারল্যান্ডের ডেপুটি হেড অব মিশন থিইজ উডসট্রা, এফসিডিওর ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর ডানকান ওভারফিল্ড, ইউএসএআইডির ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড গভর্ন্যান্স অফিসের পরিচালক অ্যালেনি টেনসে, বাংলাদেশে সুইডেন দূতাবাসের পলিটিক্যাল, ট্রেড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান লুভিসা হফম্যান, দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার বিচারক কার্টুনিস্ট ও উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবিব এবং নিউ এজ পত্রিকার সিনিয়র কার্টুনিস্ট মেহেদি হক।

দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার বিচারক হিসেবে ছিলেন উন্মাদ পত্রিকার সম্পাদক আহসান হাবীব ও নিউ এজ পত্রিকার সিনিয়র কার্টুনিস্ট মেহেদি হক। গত প্রায় ২০ বছর ধরে কার্টুনিস্টদের অসাধারণ সুযোগ তৈরি করে দেওয়ায় তিনি টিআইবিকে ধন্যবাদ জানান।

আহসান হাবীব বলেন, এ বছর প্রথমবারের মতো কমিক স্ট্রিপ ও ডিজিটাল মেথড যুক্ত করায় প্রতিযোগিতার ব্যপ্তি বৃদ্ধি পেয়েছে।

এই ধরনের প্রতিযোগিতা আয়োজন করায় টিআইবিকে সাধুবাদ জানিয়ে বাংলাদেশে সুইডেন দূতাবাসের পলিটিক্যাল, ট্রেড অ্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান লুভিসা হফম্যান বলেন, 'কার্টুন সব সমাজেই সচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। যেসব গল্প সাধারণভাবে তুলে আনা যায় না, কার্টুন সেই সব গল্পও তুলে আনতে পারে। বিশেষ করে রাজনৈতিক কার্টুন বাক-স্বাধীনতার ক্ষেত্রে অসাধারণ ভূমিকা রাখে।'

তিনি বলেন, 'এই ধরনের প্রতিযোগিতার মাধ্যমে তরুণরা ক্ষমতায়িত হয় এবং সমাজ ও রাষ্ট্রের জন্য কাজ করার সুযোগ লাভ করে।'

গণতন্ত্র, বাক-স্বাধীনতা ও উন্নয়ন বিষয়ে স্পষ্ট ও দূরদর্শী দৃষ্টিভঙ্গির জন্য বাংলাদেশের জনগণের প্রশংসা করে ইউএসএআইডির ডেমোক্রেসি, হিউম্যান রাইটস অ্যান্ড গভর্ন্যান্স অফিসের পরিচালক অ্যালেনি টেনজি বলেন, 'বাংলাদেশের মানুষের রসবোধ অত্যন্ত চমৎকার। এই প্রতিযোগিতার মধ্য দিয়ে সেই বিষয়টি আবার প্রমাণিত হলো। পারস্পরিক বহুমুখী সহযোগিতার পাশাপাশি মার্কিন সরকার ও জনগণ দুর্নীতির বিরুদ্ধে আন্দোলনে সব সময় বাংলাদেশের মানুষের পাশে আছে।'

এফসিডিও-এর ডেপুটি ডেভেলপমেন্ট ডিরেক্টর ডানকান ওভারফিল্ড বিজয়ী ও অংশগ্রহণকারীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, 'এই কার্টুন প্রতিযোগিতা বাংলাদেশের  তরুণদের দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অবস্থানের বার্তা প্রদান করছে।'

কোরিন হেনচজ পিগনানি বলেন, 'দুর্নীতি উন্নয়নকে বাধাগ্রস্ত করে। তাই গণতন্ত্র ও উন্নয়নের জন্য দুর্নীতি প্রতিরোধ জরুরি। আর কার্টুনের রসবোধ যে কোনো বিষয়ের মতোই দুর্নীতির বিরুদ্ধে ও বাক-স্বাধীনতার পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।'

'দুর্নীতি ও অনৈতিকতা' বিষয়ে আয়োজিত ১৯তম কার্টুন প্রতিযোগিতায় হাতে আঁকা 'ক' বিভাগে (১৩-১৮ বছর) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে নওগাঁ সরকারি কলেজের শিক্ষার্থী শোয়াইব আহমেদ, নওগাঁর বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড  কলেজের মাহিন মেহজাবিন মোহর এবং রংপুর ক্যাডেট কলেজের আহনাফ তাহমিদ।

'খ' বিভাগে (১৯-২৫ বছর) প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী অরিন্দম কুণ্ডু, কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষার্থী আসিফ মোহাম্মদ ইউসুফ এবং ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থী আব্দুল্লাহ আল জুনায়েদ।

উভয় বিভাগে বিজয়ীদের যথাক্রমে ৭৫ হাজার, ৫০ হাজার ও ৪০ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

প্রতিযোগিতায় টিআইবি এ বছর প্রথমবারের মতো (১৫ থেকে ২৫ বছর) ডিজিটাল মাধ্যমে আঁকা কার্টুন ও কমিক স্ট্রিপ ক্যাটাগরি যুক্ত করেছে। ডিজিটাল মাধ্যমে আঁকা কার্টুন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষার্থী মং সোনাই রাখাইন এবং কমিক স্ট্রিপ ক্যাটাগরিতে বিজয়ী হন ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) শিক্ষার্থী আব্দুল্লাহ আল জুনায়েদ।

এই দুই বিভাগে বিজয়ীদের ৭৫ হাজার টাকা, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।

এ ছাড়া সবগুলো ক্যাটাগরি থেকে মোট ৪২জন  কার্টুনিস্টকে বিশেষ মনোনয়ন পুরস্কার দেওয়া হয়।

Comments

The Daily Star  | English

Polythene ban: A litmus test for will and eco-innovation

Although Bangladesh became the first country in the world to announce a complete ban on the use of polythene bags in 2002, strict enforcement of the much-lauded initiative has only started taking shape recently.

14h ago