ফেরারি, ল্যাম্বরগিনিসহ ৪০টির বেশি বিলাসবহুল গাড়ি ফেলে গেছেন আসাদ

সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের গাড়ির সংগ্রহের একাংশ। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের গাড়ির সংগ্রহের একাংশ। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

সিরিয়া ছেড়ে রাশিয়া চলে গেছেন বাশার আল আসাদ। কিন্তু রাজধানী দামেস্কে এখনো পড়ে আছে তার সংগ্রহের ৪০টিরও বেশি বিলাসবহুল গাড়ি।

আজ সোমবার দামেস্কে আসাদের প্রধান প্রাসাদের কাছাকাছি একটি গ্যারেজে রাখা তার গাড়ি বহরের ছবি-ভিডিও ছড়িয়ে পড়ে অনলাইনে।

মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এসব ফুটেজের সত্যতা যাচাই করেছে। 

ফুটেজে কয়েকটি লাল রঙের ফেরারি এফ৫০ (প্রতিটির বাজারমূল্য ৩০ লাখ ডলারের বেশি), একটি ল্যাম্বরগিনি, রোলস রয়েস এবং বেন্টলিসহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি দেখা যায়। অন্তত একটি গাড়িতে দামেস্কের লাইসেন্স প্লেট লাগানো ছিল।

ভিডিওতে সিরিয়ার উৎসুক জনতাকে গ্যারেজের গাড়িগুলো পর্যবেক্ষণ করতে দেখা যায়।

গতকাল বিদ্রোহীদের অভিযানের মুখে বাশার আল–আসাদ পরিবারসহ দেশ ছেড়ে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন।

রোববার বিদ্রোহী যোদ্ধারা দামেস্ক নিয়ন্ত্রণে নেওয়ার পর সিরিয়ায় আসাদ পরিবারের প্রায় পাঁচ দশকেরও বেশি শাসনের অবসান হয়।

Comments

The Daily Star  | English
Nat’l election likely between January 6, 9

EC suspends registration of AL

The decision was taken at a meeting held at the EC secretariat

6h ago