সিরিয়া পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: এএফপি
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ছবি: এএফপি

সিরিয়ায় দুই যুগের বেশি সময় ধরে চলা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ইস্পাত-কঠিন শাসনের অবসান ঘটেছে। ব্যক্তিগত উড়োজাহাজে চেপে দেশ ছেড়ে পালিয়েছেন তিনি। যার ফলে সিরিয়ায় দেখা দিয়েছে এক বিরল পরিস্থিতি।

হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, সিরিয়ার 'নজিরবিহীন' পরিস্থিতির ওপর নজর রাখছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

আজ রোববার এই তথ্য জানিয়েছে এএফপি।

দেশ ছেড়ে বাশার পালিয়ে যাওয়ার পর বিদ্রোহীরা জানায়, তারা রাজধানী দামেস্কের দখল নিয়েছে। পতন হয়েছে সাবেক স্বৈরশাসকের।

এসব ঘটনার পরই এই বার্তা দেয় হোয়াইট হাউস।

মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র শন সাভেট এক বিবৃতিতে বলেন, 'প্রেসিডেন্ট বাইডেন ও তার দল সিরিয়ার নজিরবিহীন ঘটনাগুলোর ওপর নজর রাখছেন। তিনি আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছেন।'

সামাজিক মাধ্যম এক্সে তিনি এই তথ্য জানান। 

Comments

The Daily Star  | English

LA wildfires expand

The largest of the Los Angeles' fires spread toward previously untouched neighborhoods yesterday, forcing new evacuations and dimming hopes that the disaster was coming under control

1h ago