প্রথমবারের মতো কলকাতায় মুক্তি পাচ্ছে পরীমনির সিনেমা
পরীমনি অভিনীত কলকাতার প্রথম সিনেমার খবর জানা গিয়েছিল চলতি বছরের মার্চ মাসের প্রথম সপ্তাহে। রহস্য-রোমাঞ্চ গল্পে 'ফেলুবক্সী' সিনেমায় শুটিং শেষ হয়েছে কয়েকমাস হলো। এবার সিনেমাটি মুক্তির তারিখ চূড়ান্ত করেছে প্রযোজনা সংস্থা।
সেই সঙ্গে পরীমনিও জানালেন, কলকাতায় তার অভিষেক 'ফেলুবক্সী' সিনেমা মুক্তি পাচ্ছে আগামী ১৭ জানুয়ারি।
দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এই সিনেমায় লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার সোহম চক্রবর্তী, মধুমিতা সরকারসহ অনেকে।
সিনেমা নিয়ে পরীমনি বলেন, 'লাবণ্য চরিত্রটা যখন পড়লাম, তখন মনের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হয়েছিল যে এটা আমি ভালোভাবে ফুটিয়ে তুলতে পারব। সেই কারণে চরিত্রটা করছি। কতটা ভালো পেরেছি সেটা দর্শক বলবেন।'
উল্লেখ্য, পরীমনি অভিনীত প্রথম ওয়েব সিরিজ ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পেয়েছে ৮ নভেম্বর। অনম বিশ্বাস পরিচালিত 'রঙিলা কিতাব' ওয়েব সিরিজে সুপ্তি চরিত্রে তার অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে।
Comments