‘৩৬ জুলাই: নির্ভীকদের অভিবাদন’ ডেইলি স্টারের প্রদর্শনী দেখলেন বিদেশি কূটনীতিকরা

ডেইলি স্টার সেন্টারে বিদেশি কূটনীতিকরা। ছবি: রাশেদ সুমন/স্টার

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অদম্য সাহস, দৃঢ়তা ও ত্যাগের প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসেবে সেই সময়ের আলোকচিত্র, ভিডিও ও সংবাদ প্রতিবেদন নিয়ে দ্য ডেইলি স্টার সেন্টারে '৩৬ জুলাই: নির্ভীকদের অভিবাদন' শীর্ষক যে প্রদর্শনী আয়োজন করা হয়েছে তা ঘুরে দেখলেন বিভিন্ন দেশের কূটনীতিকরা।

আজ শনিবার বিকেল ৩টায় দ্য ডেইলি স্টার সেন্টারে আসেন কূটনীতিকরা। তারা সেই দিনগুলোতে দ্য ডেইলি স্টারে প্রকাশিত বিভিন্ন ছবি ও সংবাদপত্রের বিভিন্ন পাতা নিয়ে সাজানো এই প্রদর্শনী ঘুরে দেখেন। ডেইলি স্টারের সাংবাদিকরা, বিশেষত আলোকচিত্রীরা জীবনঝুঁকি নিয়ে সেই দিনগুলোতে পেশাগত কর্তব্যপালন করেছেন সে নিয়ে নির্মিত তথ্যচিত্র 'দ্রোহের জুলাই: সংবাদে, সংগ্রামে' তথ্যচিত্রও দেখেন তারা।

দ্য ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম বলেন, জীবন উৎসর্গকারী নির্ভীক তরুণদের স্মরণ ও শ্রদ্ধা জানানোর অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

গত জুলাই ও আগস্ট মাসে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে যারা নিহত ও আহত হয়েছেন তাদের প্রতি বিশেষ সম্মান জানাতে আয়োজিত এই প্রদর্শনী উদ্বোধন করা হয় গত ৩০ নভেম্বর।

 

প্রদর্শনীতে উপস্থিত ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাসদুপি, স্পেনের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগপ্রাপ্ত গ্যাব্রিয়েল মারিয়া সাইস্তিয়াগা ওকওয়া ডি চিনচেত্রু, ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান, সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলি আল হামৌদি, লিবিয়ার রাষ্ট্রদূত মাহমুদ এমএম সাল্লাবি, মরক্কোর রাষ্ট্রদূত মোহাম্মদ হৌরর হোসেন, ব্রিটিশ হাইকমিশনের মিনিস্টার কাউন্সেলর পলিটিক্যাল এন্ড হিউম্যানিটারিয়ান গাভিন টেঞ্চ, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মোলার, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, প্রথম সচিব গোকুল ভি কে, নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি, ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো, অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত নারডিয়া সিম্পসন, পাকিস্তান হাইকমিশনের কাউন্সেলর (প্রেস) ফাসিহ উল্লাহ খান, সুইজারল্যান্ড দূতাবাসের অর্থনীতি, রাজনীতি ও যোগাযোগ প্রধান আলবার্তো জিওভানেতি এবং চীনা দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা ও পলিটিক্যাল অ্যাটাশে ঝাং জিং।

Comments

The Daily Star  | English

65% of suicide victims among students are teenagers: survey

At least 310 students from schools, colleges, universities and madrasas died by suicide last year

3h ago