হুড়মুড় করে ভেঙে পড়ে বাংলাদেশের সিরিজ হার

ছবি: বিসিবি

নিয়ন্ত্রিত বোলিংয়ে আয়ারল্যান্ডের নারীদের পুঁজি বড় হতে দিলেন না বোলাররা। কিন্তু লক্ষ্য তাড়ায় পাওয়ার প্লেতেই ৪ উইকেট খুইয়ে পথ হারাল বাংলাদেশ। এরপর স্বর্ণা আক্তারকে নিয়ে শারমিন আক্তার সুপ্তা কিছুটা আশা জাগালেন। তবে এই জুটির ইতির পর হুড়মুড় করে ভেঙে পড়ল টাইগ্রেসরা। এতে এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ হেরে গেল তারা।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৪৭ রানের বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশের নারীরা। টানা দুই জয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে আইরিশরা। টস জিতে আগে ব্যাট করে ৫ উইকেটে ১৩৪ রান তোলে তারা। জবাবে ব্যাটারদের ব্যর্থতায় ১৭ বল বাকি থাকতে স্রেফ ৮৭ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। শেষ ৬ উইকেট তারা খোয়ায় মাত্র ১৭ রানের মধ্যে।

বাংলাদেশের মাত্র তিন ব্যাটার দুই অঙ্কে পৌঁছান। ৪৩ বলে একটি চারে সর্বোচ্চ ৩৮ রান আসে চারে নামা শারমিনের ব্যাট থেকে। স্বর্ণা ছয়ে নেমে ২১ বলে একটি চারের সাহায্যে করেন ২০ রান। তাদের পঞ্চম উইকেট জুটিতে আসে ৪২ বলে ৪৮ রান। তবে বাড়তে থাকা রান রেটের চাহিদার সঙ্গে তাল মেলাতে পারেননি তারা। এছাড়া, ওপেনার দিলারা আক্তার ১০ বলে একটি চারসহ করেন ১০ রান।

ষষ্ঠ ওভারে বাংলাদেশের যখন স্কোরবোর্ডে যখন ২২ রান, তখন নেই ৪ উইকেট। ধাক্কাটা দেন মূলত আইরিশ অলরাউন্ডার ওর্লা প্রেন্ডারগাস্ট। সোবহানা মোস্তারিকে বোল্ড করার পর দিলারাকে ক্যাচ বানান তিনি। প্রথম টি-টোয়েন্টিতে শতরানের রেকর্ড উদ্বোধনী জুটি গড়া ওপেনাররা তাই সাজঘরে ফেরেন দ্রুত।

নিগার সুলতানা জ্যোতি আর্লিন কেলির বলে হন স্টাম্পড। অ্যালানা ডালজেলকে ফিরতি ক্যাচ দিয়ে অধিনায়কের মতোই টিকতে পারেননি তাজ নেহার। এরপর কিছু সময়ের জন্য আশা জেগে উঠলেও শেষমেশ হয় দ্রুত ছন্দপতন। স্বর্ণাকে বিদায় করে জুটি ভাঙেন লরা ডেলানি। ফাহিমা খাতুনকেও বিদায় করেন তিনি। রানআউটের কবল পড়েন জাহানারা আক্তার ও জান্নাতুল ফেরদৌস। শারমিনের লড়াই থামান কেলি। নাহিদা আক্তারকে বোল্ড করে ম্যাচ শেষ করেন প্রেন্ডারগাস্ট।

এর আগে আয়ারল্যান্ডের ব্যাটিংয়ের শুরুটা ছিল মন্থর। উদ্বোধনী জুটিতে ৩৪ রান উঠতে লেগে যায় ৩৫ বল। গ্যাবি লুইস ১৮ বলে তিনটি চারে ১৪ রান করে নাহিদার শিকার হন। ২৩ বলে চারটি চারে ২৩ রান করা অ্যামি হান্টারকে ফেরান জান্নাতুল। এরপর ছোট ছোট জুটি গড়ে লড়াইয়ের পুঁজি পেয়ে যায় সফরকারীরা।

ম্যাচসেরা প্রেন্ডারগাস্ট বল হাতে ১৩ রানে ৩ উইকেট নেওয়ার আগে ব্যাট হাতেও ছড়ান আলো। ২৫ বলে তিনটি চার ও একটি ছক্কায় ৩২ রানের ইনিংস খেলেন তিনি। তার আউটের পর রান বাড়ান ডেলানি। সর্বোচ্চ ৩৫ রান তিনি করেন ২৫ বলে চারটি চারের সাহায্যে। বাংলাদেশের পক্ষে ২০ রানে ২ উইকেট নেন নাহিদা।

আগামী সোমবার একই ভেন্যুতে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে নামবে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

Admin officers protest plan for more non-admin deputy secretaries

Non-admin officers announce strike tomorrow, demanding exam-based promotions

1h ago