হাসিনা একজন প্যাথলজিক্যাল খুনি: সারজিস আলম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম বলেছেন, 'হাসিনা যদি প্যাথলজিক্যাল খুনি না হতেন, তাহলে তিনি দুই হাজার খুন করতেন না। কোনো জীবনের জন্য যদি তার কোনো সহানুভূতি থাকত, তাহলে তিনি এত প্রাণ কেড়ে নিতে পারতেন না।'
আজ শনিবার সকালে চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগে জুলাই অভ্যুত্থানে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদানের অনুষ্ঠানে সারজিস এসব কথা বলেন।
বক্তব্য শেষে শেখ হাসিনাকে ফাঁসি দেয়ার দাবি করেন সারজিস।
তিনি বলেন, 'খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন গল্প লিখছে এবং যারা তাদের পুনর্বাসন করতে চায় তাদের বিরুদ্ধে আমরা দ্বিতীয়বার রাজপথে নেমে জীবন দিতে প্রস্তুত।'
সারজিস বলেন, ৫ আগস্টের আগে যেমন আমরা একসঙ্গে জীবন দিতে প্রস্তুত ছিলাম, তেমনি খুনিদের বিচার নিশ্চিত করতে এবং সব ষড়যন্ত্র নস্যাৎ করতে আবারো একসঙ্গে জীবন দিতে প্রস্তুত আছি।
এই অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগের ১০৫টি শহীদ পরিবারের প্রত্যেককে ৫ লাখ টাকার চেক দেওয়া হয়। এই সময় শহীদ পরিবারের সদস্যদের অনেকেই কান্নায় ভেঙ্গে পড়েন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি।
Comments