রেকর্ড পারিশ্রমিকে রাফিনিয়াকে চায় সৌদির ক্লাব!

ক্রিস্তিয়ানো রোনালদোকে দিয়ে শুরু। এরপর একের পর এক তারকা খেলোয়াড় দিয়ে নিজেদের লিগকে সমৃদ্ধ করেছে সৌদি প্রো লিগের ক্লাবগুলো। এবার তাদের নজরে পড়েছে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা রাফিনিয়া। রেকর্ড গড়ে তাকে বিশ্বের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড় বানিয়ে দলে পেতে মুখিয়ে আছে লিগটির অন্যতম শীর্ষ ক্লাব আল-ইত্তিহাদ।

আগামী গ্রীষ্মে বার্সেলোনা একটি বড় ধাক্কা খেতে পারে বলেই জানিয়েছে ট্রান্সফার উইন্ডোর অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম ফিচাহেজ। সংবাদে তারা জানিয়েছে, একটি বাম্পার চুক্তির মাধ্যমে রাফিনিয়াকে মধ্যপ্রাচ্যে প্রলুব্ধ করার লক্ষ্যে রয়েছে সৌদি আরবের হেভিওয়েট আল-ইত্তিহাদ। এরজন্য এই ব্রাজিলিয়ানকে বিশ্বের সবচেয়ে বেশি বেতনভোগী খেলোয়াড়দের মধ্যে একজন করতে প্রস্তুত দলটি। তবে টাকার অঙ্ক জানাতে পারেনি তারা।

গত বছর রিয়াল মাদ্রিদ থেকে ব্যালন ডি'অর জয়ী করিম বেনজেমাকে দলে টেনে চমক দেয় আল-ইত্তিহাদ। তবে প্রত্যাশিত সাফল্য মিলেনি। প্রায় সব শিরোপাই গিয়েছে অন্যতম প্রতিদ্বন্দ্বী ক্লাব আল-হিলালের ঘরে। দলের ব্যর্থতায় বেনজেমা আক্রমণে আরও ভালো খেলোয়াড়ের অভাবের কথা উল্লেখ করেছিলেন। সে ধারায় এবার বড় তারকাকে অন্বেষণে রয়েছে ক্লাবটি। 

তবে চলতি মৌসুমে দারুণ খেলছে আল-ইত্তিহাদ। প্রো লিগের ১২ রাউন্ড শেষে শীর্ষে আছে তারা। তবে শীর্ষস্থান মজবুত করতে এরমধ্যেই শক্তি বাড়ানোর দিকে তাগিদ দিচ্ছে ক্লাবটি। জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতেও চেষ্টা চালাবে দলটি। তবে রাফিনিয়ার মতো তারকা খেলোয়াড়দের মৌসুমের মাঝে পাওয়া অসম্ভবই। যে কারণে গ্রীষ্মেই বড় প্রস্তাব নিয়ে হাজির হতে পারে তারা।

৫৫ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ২০২২ সালের জুলাইয়ে পাঁচ বছরের চুক্তিতে বার্সেলোনায় যোগ দেন রাফিনিয়া। গত মৌসুমটা কাতালান ক্লাবে খুব একটা সুবিধা করতে পারেননি। যে কারণে মৌসুমের শুরুতে তাকে বিক্রির তালিকায় রেখেছিল বার্সেলোনা। কিন্তু কাতালান ক্লাব ছাড়তে রাজী হননি এই ব্রাজিলিয়ান।

মূলত নিজেকে প্রমাণ করতে বার্সায় থেকে যান রাফিনিয়া। তা করেছেনও এই ব্রাজিলিয়ান। হ্যান্সি ফ্লিকের অধীনে চলতি মৌসুমে যেন নবজন্ম হয়েছে তার। ২১ ম্যাচেই করেছেন ১৬টি গোল। সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১০টি। এমন খেলোয়াড়কে এখন হয়তো আর নাও ছাড়তে চাইতে পারে বার্সা।

Comments

The Daily Star  | English

Hasnat warns media against airing Hasina’s speech

Vows to free Bangladesh from the 'pilgrimage site of fascism'

2h ago