আশিয়ান সিটি: বিমানবন্দরসংলগ্ন এলাকায় আবাসন প্রকল্পের কার্যক্রম চালানোর রায় বহাল

high court
স্টার ফাইল ফটো

ঢাকার বিমানবন্দরসংলগ্ন এলাকায় ৩৩ একর জমির ওপর আশিয়ান সিটি ডেভেলপমেন্ট লিমিটেডের আবাসন প্রকল্পের কাজ চালু রাখার অনুমতি দেওয়ার রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের ছয় বিচারপতির বেঞ্চ বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ (বেলা) সরকার ও আটটি মানবাধিকার সংগঠনের করা পৃথক দুটি রিভিউ আবেদন খারিজ করে দেন।

এর আগে গত বছরের ২২ নভেম্বর এ এলাকায় প্রকল্প চালু রাখার অনুমতি দেন আপিল বিভাগ।

এই রায় পুনর্বিবেচনা চেয়ে রিট আবেদনকারী পক্ষ ও রাষ্ট্রপক্ষ চলতি বছর পৃথক আবেদন (রিভিউ) করে। শুনানি নিয়ে পৃথক আবেদন খারিজ করে আজ এ আদেশ দেওয়া হলো।

মানবাধিকার সংগঠনগুলোর আইনজীবী হাসানুল বান্না দ্য ডেইলি স্টারকে বলেন, আপিল বিভাগের রায়ের পর আশিয়ান সিটি ৩৩ একর জমিতে আবাসন প্রকল্পের কাজ চালাতে পারবে।

আশিয়ান সিটির রিভিউ আবেদনের পরিপ্রেক্ষিতে ২০১৬ সালের ১৬ আগস্ট আশিয়ান সিটি আবাসন প্রকল্প অবৈধ ঘোষণা করে দেওয়া রায় বাতিল করেন হাইকোর্ট।

এরপর ২০১৬ সালের ১৬ আগস্ট হাইকোর্টের রায়ের বিরুদ্ধে বাংলাদেশ সরকার, আইন ও সালিশ কেন্দ্র (আসক), বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টসহ (ব্লাস্ট) আটটি মানবাধিকার সংস্থা আপিল বিভাগে পৃথক দুটি আপিল করে।

গত বছরের ২২ নভেম্বর আপিল বিভাগ আপিলের রায় দেন।

আদালতে মানবাধিকার সংগঠনগুলোর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ফিদা এম কামাল ও মিনহাজুল হক চৌধুরী।

রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আরশাদুর রউফ এবং আপিল বিভাগের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও আহসানুল করিম।

Comments

The Daily Star  | English

Bangladesh sees window of opportunity in Trump’s trade war

US President-elect Donald Trump’s trade policies towards China and Mexico could ultimately benefit Bangladesh, according to local apparel exporters.

9h ago