প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে বাংলাদেশ

নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দল। প্রথমবারের মতো জুনিয়র হকি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। এদিন থাইল্যান্ড অনূর্ধ্ব-২১ দলকে উড়িয়ে দিয়ে যুব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে যুবারা। হকিতে এর আগে কোনো ধরণের প্রতিযোগিতায় কোনো বিশ্বকাপে খেলেনি লাল-সবুজের প্রতিনিধিরা। 

মঙ্গলবার ওমানের মাসকাটে জুনিয়র এশিয়া কাপের স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডকে ৭-২ গোলে হারিয়ে এফআইএইচ হকি জুনিয়র বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ। ম্যাচে বাংলাদেশের হয়ে জোড়া গোল করেছেন ওবায়দুল হোসেন জয় ও আব্দুল্লাহ। অপর গোল তিনটি করেন আমিরুল ইসলাম, সাদ্দাম খান ও মেহেদী হাসান অভি।

থাইল্যান্ডের বিপক্ষে এই জয়ে পঞ্চম ও ষষ্ঠস্থান নির্ধারণী ম্যাচ খেলবে বাংলাদেশ। যেখানে তাদের প্রতিদ্বন্দ্বী হবে চীন ও কোরিয়ার মধ্যকার বিজয়ী দল। তবে সেই ম্যাচে হারলেও বিশ্বকাপ খেলতে কোনো বাধা থাকবে না তাদের। কারণ আসরের শীর্ষ ছয়টি দল সুযোগ পাবে জুনিয়র হকি বিশ্বকাপে।

এদিন ম্যাচের তৃতীয় মিনিটে দলকে এগিয়ে দেন জয়। এরপর ষষ্ঠ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল আদায় করেন নেন আমিরুল। দ্বিতীয় কোয়ার্টারের প্রথম মিনিটে একটি সহজ ট্যাপ-ইনে ব্যবধান ৩-০ করেন মোহাম্মদ আবদুল্লাহ। তবে মধ্য বিরতির আগে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান কমায় থাইল্যান্ড।

তৃতীয় কোয়ার্টারে মেহেদী, সাদ্দাম এবং জয় আরও তিনটি গোল করলে জয় অনেকটাই নিশ্চিত হয়ে যায় বাংলাদেশের। তবে থাইল্যান্ডও পেনাল্টি কর্নার থেকে আরেকটি গোল করে। শেষ কোয়ার্টারে আবদুল্লাহর আরেকটি গোলে জয় তুলে নিয়ে নতুন ইতিহাস রচনা করে বাংলাদেশ।

Comments

The Daily Star  | English

International Crimes Tribunal-2 formed

Former HC justice Nazrul Islam Chowdhury to head new tribunal

37m ago