আইনজীবী সাইফুল হত্যা মামলা: ৯ জনকে গ্রেপ্তার দেখালেন আদালত

আইনজীবী সাইফুল হত্যা
সাইফুল ইসলাম আলিফ

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলায় নয়জনকে গ্রেপ্তার দেখিয়েছেন (শ্যোন অ্যারেস্ট) আদালত।

আজ সোমবার পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

তারা হলেন—রুমিত দাস, সুমিত দাস, গগন দাস, নয়ন দাস, বিশাল দাস, আমান দাস, মুন মেথর, রাজীব ভট্টাচার্য্য ও দুর্লভ দাস। এদের মধ্যে শুভ কান্তি দাস একটি বেরসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র। বাকিরা পরিছন্নতাকর্মী।

এরপর পুলিশের ওপর হামলা ও কাজে বাধাদানের মামলায় গ্রেপ্তার আটজনকে রিমান্ডে পাঠানোর আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক। তারা হলেন—পার্থ চক্রবর্তী, অপূর্ব শীল, উজ্জ্বল দাস, অপু চন্দ্র সাহা, নিলয় দাস, ধ্রুব দাস, দেলোয়ার হোসেন ও মো. নুরু।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজুর রহমান দ্য ডেইলি স্টারকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ কর্মকর্তা মফিজুর রহমান বলেন, দুই মামলার ১৭ আসামিকে সকালে কড়া নিরাপত্তায় কারাগার থেকে আদালতে হাজির করা হয়।

 

Comments

The Daily Star  | English

Indian Media Reporting on Bangladesh: Fake or Fact?"

Why is the Indian media's coverage of Bangladesh markedly different from that of Bangladeshi news outlets?

1h ago