‘দিল্লি চলো’ পদযাত্রা: দাবি মানতে ৭ দিন সময় দিয়ে মহাসড়ক ছাড়লেন কৃষকরা
পাঁচ দফা দাবি পূরণে দিল্লি চলো পদযাত্রায় অংশ নিতে জড়ো হওয়া ভারতের কৃষকরা কেন্দ্রকে সময় দিয়ে মহাসড়ক থেকে সরে এসেছেন।
এতে সোমবার সন্ধ্যা থেকে নয়ডা-গ্রেটার নয়ডা এক্সপ্রেসওয়ে দিয়ে যান চলাচল শুরু হয়েছে।
এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নয়ডা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের পর ভারতীয় কিষাণ পরিষদ (বিকেপি) নেতা সুখবীর খলিফা দাবি পূরণে কেন্দ্রকে এক সপ্তাহ সময় দেওয়ার কথা বলেছেন।
বৈঠকের পর কৃষকরা 'সাময়িকভাবে' নয়ডা লিঙ্ক রোডের দলিত প্রেরণা স্থলে (আম্বেদকর পার্ক) অবস্থান নিয়েছেন। তবে বেঁধে দেওয়া সময়ের মধ্যে দাবি পূরণ না হলে আবারও দিল্লির দিকে যাত্রার হুমকি দিয়েছেন তারা।
আজ দিনের শুরুতে মহাসড়কে দিল্লির আশপাশের অন্তত ২০ জেলার কৃষকরা জমায়েত হন। এ কারণে দিল্লি ও নয়ডার সড়কগুলোতে তীব্র যানজট দেখা দেয়। স্থবির হয়ে পড়ে দিল্লি-নয়ডার সংযোগকারী এক্সপ্রেসওয়ে।
সম্মিলিত কিষাণ মোর্চা ও কিষাণ মজদুর মোর্চা (কেএমএম)-র ব্যানারে ফেব্রুয়ারি থেকে পাঞ্জাব ও হরিয়ানায় বিক্ষোভ করে আসছেন কৃষকরা। নতুন কৃষি আইনের আওতায় ক্ষতিপূরণ এবং সুযোগ-সুবিধার দাবিতে তারা এই আন্দোলন করছেন।
আজ 'দিল্লি চলো' শিরোনামের এই পদযাত্রা নিয়ে দুপুরে কৃষকদের পার্লামেন্ট ভবনের সামনে উপস্থিত হওয়ার কথা ছিল। তাদের।
Comments