সত্য ঘটনা প্রকাশ করুন, ভারতীয় মিডিয়া লজ্জিত হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রংপুরে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম। ছবি: সংগৃহীত

পার্শ্ববর্তী দেশ ভারতের মিডিয়া বাংলাদেশ সম্পর্কে মিথ্যা প্রচারণা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম।

আজ সোমবার রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে দেশের সাংবাদিকদের সত্য প্রকাশের আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, 'দেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি নেই। আমাদের প্রতিবেশী দেশের (ভারতের) মিডিয়া বাংলাদেশ নিয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আপনারাই (সাংবাদিকেরা) এ মিথ্যাচারের বিরুদ্ধে সত্য তুলে ধরে এ প্রচারণা বন্ধ করতে পারেন।'

'সত্য ঘটনা প্রকাশ করলেই তারা (ভারতীয় মিডিয়া) লজ্জিত হবে। বাংলাদেশের সাংবাদিকরা সবসময় সত্য তুলে ধরেন। আপনারা যদি এভাবে সত্য প্রকাশ করতে থাকেন, তবে অপপ্রচারকারীদের থামানো সম্ভব হবে,' যোগ করেন তিনি।

আবু সাঈদের বীরত্বের প্রশংসা করে জাহাঙ্গীর আলম বলেন, 'তার সাহসিকতা ভাষায় প্রকাশ করার মতো নয়। আমি শুনেছি, তার নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।'

আবু সাঈদ হত্যা মামলার অগ্রগতির বিষয়ে তিনি জানান, ইতোমধ্যে তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার শুনানি দ্রুত শুরু হবে। কোনো আসামিকে ছাড় দেওয়া হবে না।

ইসকন নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, 'এ বিষয়ে আমার কাছে কোনো তথ্য নেই। যদি কোনো পরিকল্পনা থাকে, তা পরবর্তীতে জানানো হবে। কাউকে অন্যায়ভাবে কোনো মামলায় জড়ানো হলে তাকে মুক্তি দেওয়া হবে।'

তিনি আরও বলেন, 'মিথ্যা মামলার অভিযোগ রোধে পুলিশ ও জেলা প্রশাসকদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে।'

দেশের মানুষের ধৈর্য ধারণের আহ্বান জানিয়ে তিনি বলেন, 'দেশের উন্নতির জন্য সবার একসঙ্গে কাজ করতে হবে। আইনশৃঙ্খলাসহ সব কিছু স্বাভাবিক রাখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।'

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, 'যদি কোনো দুর্নীতির ঘটনা পান, তা প্রকাশ করুন। এমনকি যদি তা আমার সম্পর্কেও হয়, তাও প্রকাশ করুন।'

পুলিশ নিয়োগে কোনো ধরনের অনিয়ম হলে তা প্রকাশ করার আহ্বান জানিয়ে উপদেষ্টা বলেন, 'আগে বলা হতো পুলিশের নিয়োগে দুর্নীতি হয়। এবার কিন্তু কোনো অভিযোগ ওঠেনি। যদি কোনো অনিয়ম হয়, আপনারা জানান, আমরা ব্যবস্থা নেবো।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আসফাকুজ্জামান, র‍্যাব মহাপরিচালক একেএম শহিদুর রহমান, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, পুলিশ সুপার মোহাম্মদ শরীফ উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Comments

The Daily Star  | English
government action against rising crime

Nationwide combing operation launched to curb rising crime: home adviser

The adviser announced the decision after a meeting on law and order following a series of alarming incidents

57m ago