এস আলমের পাচারের সুবিধার্থে ৬০ হাজার কোটি টাকা ছাপানো হয়েছিল: প্রধান উপদেষ্টার প্রেস সচিব

সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, পতিত স্বৈরাচারী সরকার তাদের পতনের কিছুদিন আগে ৬০ হাজার টাকা ছাপিয়েছিল এস আলম গ্রুপকে পাচারে সাহায্য করার জন্য।

আজ রোববার সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

শফিকুল আলম বলেন, 'স্বৈরাচার পতনের ছয় মাস আগে ৬০ হাজার কোটি টাকা ছাপিয়েছিল। আমাদের গভর্নর বলেছেন যে, ওই পুরো ৬০ হাজার টাকা ছাপানোর মূল উদ্দেশ্য ছিল এস আলমকে পাচারে সাহায্য করা।'

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের সাড়ে ২২ হাজার কোটি টাকার তারল্য-সহায়তার সিদ্ধান্ত প্রসঙ্গে তিনি বলেন, 'এই টাকা কিছু ব্যাংককে সাপোর্ট দেওয়ার জন্য ছাপানো হচ্ছে। এটা অনেকটা চৌবাচ্চার পানির মতো। একদিক থেকে আসবে, অন্যদিক থেকে বেরিয়ে যাবে। এটা মার্কেটে অতিরিক্ত টাকা হিসেবে থাকবে না। বিধি মেনেই এটা করা হয়েছে।'

শফিকুল আলম আরও বলেন, 'গত ১৫ বছরে যা হয়েছে তার ন্যায়বিচার এবং জবাবদিহির ব্যবস্থা করা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে। এটার বিচার তো হবেই। আর যারা মহাচুরি করেছে, তার তো অবশ্যই বিচার হবে। কেউ ছাড় পাবে না।'

'আমরা এভিডেন্স সংগ্রহ করে মামলা করব, কিছু ক্ষেত্রে হচ্ছেও। দুর্নীতি দমন কমিশন দ্রুত এই কাজগুলো এগিয়ে নিয়ে যাবে। ইতোমধ্যে অনেককে গ্রেপ্তারও করা হয়েছে,' যোগ করেন তিনি।

প্রেস সচিব শফিকুল বলেন, 'কর্ণফুলি টানেল করা হয়েছে, কিন্তু সেখান দিয়ে কেউ যাচ্ছে না। এই পুরোটা করা হয়েছে সাইফুজ্জামানের নির্বাচনী এলাকায় যাওয়ার জন্য। সেখানে সাড়ে ৪০০ কোটি টাকা দিয়ে প্রাসাদ করা হয়েছে। জনগণের টাকায় এসব করা হয়েছে। এই চুরিটা আমাদের সামনে হয়েছে।'   

তিনি বলেন, 'টাকা নিয়ে চলে গেল, কিন্তু এটা আনাটা অনেক প্রক্রিয়ার বিষয়। লিগ্যাল বিষয় আছে, টাকাটা ট্রেস করতে হয় যে কোথায় আছে, এগুলোর জন্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হয়। আমরা সেটা করছি এবং তাদের পরামর্শ নিচ্ছি যে কীভাবে টাকাটা ফেরত আনা যায়।'

 

Comments